আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ১০ জন শিখ সহ ২০, নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
We strongly condemn the terror attacks in Afghanistan yesterday. They are an attack on Afghanistan's multicultural fabric. My thoughts are with the bereaved families. I pray that the injured recover soon. India stands ready to assist the Afghanistan government in this sad hour.
— Narendra Modi (@narendramodi) July 2, 2018
আফগানিস্তানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘জালালাবাদে ঘৃণ্য ও কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় আফগানিস্তানের ২০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন শিখ। এই হামলায় ২০ জনেরও বেশি জখম। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হামলা ফের দেখিয়ে দিল, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, তাদের দায় নিতে হবে।’
1/2 We strongly condemn the henious and cowardly terrorist attack in #Jalalabad today evening which resulted in the death of 20 innocent Afghans, including 10 members of the Afghan Sikh Community, and injured more than 20 persons.
— India in Afghanistan (@IndianEmbKabul) July 1, 2018
পুলিশ প্রধান গুলাম সানায়েই স্তানিকজাই জানিয়েছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি জালালাবাদে এসেছিলেন। গভর্নরের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সংখ্যালঘু শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে আছেন শিখ নেতা অবতার সিংহ খালসা। তিনি অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হল।
2/2 We convey heartfelt condolences 2 d families of d victims & pray 4 early recovery of d injured.The attack again underlines d need 4 united global fight against international terrorism without discrimination & accountability of those who support terrorists in any manner
— India in Afghanistan (@IndianEmbKabul) July 1, 2018