ক্যান্সারের ভয় দেখিয়ে মহিলা রোগীদের যৌন হেনস্তা, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারকে দোষী সাব্যস্ত করল ব্রিটেনের আদালত
বাতিল করা হয় চিকিৎসকের মেডিক্যাল প্র্যাক্টিসের বৈধতা।
![ক্যান্সারের ভয় দেখিয়ে মহিলা রোগীদের যৌন হেনস্তা, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারকে দোষী সাব্যস্ত করল ব্রিটেনের আদালত Indian-origin doctor used cancer fears to sexually assault women ক্যান্সারের ভয় দেখিয়ে মহিলা রোগীদের যৌন হেনস্তা, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারকে দোষী সাব্যস্ত করল ব্রিটেনের আদালত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/03220953/doctors-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ক্যান্সারের ভয় দেখিয়ে বিনা প্রয়োজনে মহিলা রোগীদের যৌন হেনস্তা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মণীশ শাহ। তাঁকে দোষী সাব্যস্ত করল লন্ডনের ওল্ড বেইলি কোর্ট।
চিকিৎসক মণীশের বিরুদ্ধে ৬ রোগীর শারীরিক হেনস্তার অভিযোগ ছিল। আইনজীবী কেট বেক্স কোর্টকে বলেন, “প্রয়োজন না থাকা সত্ত্বেও শাহ রোগীদের স্তন, যোনিদেশ ও মলদ্বারের নানাবিধ পরীক্ষা করেন। প্রত্যেক রোগীকেই ক্যানসারের ভয় দেখানো হয়।” চিকিৎসক শাহের বিরুদ্ধে এর আগেও ১৭ জন মহিলা রোগী একই ধরনের অভিযোগ করেছেন। ২০১৯ থেকে ২০১৩ সালের মধ্যে ৫০ বছর বয়সী এই চিকিৎসক একাধিকবার এই নিন্দনীয় অপরাধ সংগঠিত করেন। তাঁর শিকার থেকে বাদ যায়নি ১১ বছরের মেয়েও। সর্বোমোট ২৩ জন রোগী তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ আনেন। যদিও শাহ তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, চিকিৎসক মণীশের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ ওঠার পরই তাঁকে সাসপেন্ড করা হয়। বাতিল করা হয় তাঁর মেডিক্যাল প্র্যাক্টিসের বৈধতাও। এরপরই মণীশের বিরুদ্ধে তদন্ত শুরু করে লন্ডন পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)