ফেসবুকের দুনিয়ায় বৃহত্তম ‘দেশ’ ভারত, দাবি রিপোর্টে

ওয়াশিংটন: ফেসবুক যদি পৃথিবী হতো, তাহলে সেখানে বৃহত্তম দেশের নাম হত ভারত।
১৩ জুলাইয়ের পরিসংখ্যানের নিরিখে ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪১ মিলিয়ন (২৪ কোটি ১০ লক্ষ) ছাড়িয়েছে। ভারতের ঠিক পরই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি।
কয়েকদিন আগেই ফেসবুক ঘোষণা করেছিল, সারা বিশ্বে তাদের মাসিক গ্রাহক সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। সমীক্ষক সংস্থা নেক্সট ওয়েব জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যত দ্রুত হারে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার দ্বিগুণ হারে তা বাড়ছে ভারতে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৬ মাসে ভারতে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংখ্যার বিচারে যা ৫ কোটির বেশি। অন্যদিকে বাকি বিশ্বে এই বৃদ্ধির হার ১২ শতাংশ (২.৬ কোটির বেশি)।
তবে, এত বৃদ্ধি সত্ত্বেও ভারতে সোশ্যাল মিডিয়ার প্রভাব তুলনামূলক কম। পরিসংখ্যান বলছে, ভারতের জনসংখ্যার মাত্র ১৯ শতাংশ গতমাসে ফেসবুক ব্যবহার করেছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ ফেসবুক ব্যবহার করে। বিশ্বে এই হার ৪২ শতাংশ।
পরিসংখ্যান আরও বলছে, ভারতে মোট সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দুই-তৃতীয়াংশই পুরুষ। উল্টোদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলারাই বেশি এই সোশ্যাল সাইটে সক্রিয়। সেখানে মহিলা ব্যবহারকারীদের হার ৫৪ শতাংশ।
আরও জানা গিয়েছে, ভারতে ফেসবুক ব্যবহারকারীদের গড় বয়স ২৫-এর নীচে। অর্থাৎ, মূলত, দেশের যুব সম্প্রদায়ই ফেসবুক পছন্দ করে থাকেন।






















