Israel-Gaza War: ইজ়রায়েল - হামাস যুদ্ধে ক্রমেই বাড়ছে মৃত্যু, পরিস্থিতি জানিয়ে মোদিকে ফোন নেতানিয়াহুর
Israel Gaza War Updates : বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

Background
ইজরায়েল-হামাস সংঘর্ষে গাজা-সংলগ্ন এলাকায় মৃত্যুমিছিল। হামাসের (News about Hamas, Israel )বিরুদ্ধে অসংখ্য মানুষকে পণবন্দি করার অভিযোগ উঠল। নেতানিয়াহু সরকারের পাশে থাকার বার্তা ভারতের। শক্তি জোগাতে রণতরি পাঠাল আমেরিকা। (America)
রাশিয়া-ইউক্রেন রেষারেষির মধ্যে এবার ইজরায়েল-হামাসের মুখোমুখি সংঘাতে রক্তগঙ্গা! সময় যত গড়াচ্ছে ততই ঘোরাল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। হামাস বাহিনীর লাগাতার হামলায় ক্ষতবিক্ষত ইজরায়েল। পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। (Israel Gaza War)
সূত্রের খবর, ইজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্য়েই প্রাণ কেড়েছে দেড় হাজার জনের। শতাধিক মানুষকে যুদ্ধবন্দি করার অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে। পাল্টা হামাস জঙ্গি গোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ। নেতানিয়াহু সরকারকে শক্তি যোগাতে রণতরি পাঠাল আমেরিকাও।
Israel-Hamas War Updates: খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের
খাদ্য সাহায্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। একাধিক প্যালেস্তাইনের বাসিন্দাদের খাদ্য সহায়তা দিতে এগিয়ে এল তারা।
Israel Palestine War Live : নাগরিকদের দেশে ফেরাতে ইজরায়েলে দুটি সামরিক বিমান পাঠাল স্পেন
নাগরিকদের দেশে ফেরাতে ইজরায়েলে দুটি সামরিক বিমান পাঠাল স্পেন।






















