এক্সপ্লোর
পাকিস্তানের বিয়ে বাড়িতে ডলার, রিয়াল, সেলফোনের 'বরষাত'

ছবি ইউটিউব থেকে নেওয়া
ইসলামাবাদ: বিয়েকে স্মরণীয় রাখতে কতজনই কত কিছুই না করে। এবার পাকিস্তানের এক বর সম্পদের বহর দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ওপর হল ওই সম্পদের বৃষ্টি। ওপর থেকে ঝরে পড়ল ডলার, রিয়াল ও ব্র্যান্ড নিউ সেলফোন। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, মুলতানের সুজাবাদ এলাকার মহম্মদ আরশাদ বিয়ে করতে গিয়েছিলেন পঞ্জাব প্রদেশের খানপুরে। বরযাত্রী সহযোগে কনের বাড়িতে পৌঁছনো মাত্রই তাঁরা অতিথিদের ডলার, রিয়াল ও সেলফোন দিতে শুরু করেন। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে যে, বরের পরিবারের লোকজনদের একটা উঁচু মঞ্চে দাঁড়িয়ে অতিথিদের দিকে উপহার ছুঁড়ে দিচ্ছেন। আর সেই মহার্ঘ উপহার কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় অতিথিদের মধ্যে। ওই ভিডিও ক্লিপটিতেই একটি বাসের ওপরে উঠেও অতিথিদের দিকে উপহার ছুঁড়ে দিতে দেখা গিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে বাসিন্দারা বিয়ের আসরে ছুটে চলে আসেন। কিন্তু ততক্ষণে উপহারের 'বরষাত' খতম। অতিথিরা দামী উপহার পেয়ে চওড়া হাসি হাসছেন। বররা আট ভাই। তাঁদের মধ্যে চারজন আমেরিকায় ও অন্যরা সৌদি আরবে থাকেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















