জাপানে দরজা খোলা রেখে ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটল বুলেট ট্রেন!
ছাড়ার এক মিনিটের মধ্যেই চালক দেখতে পান, ট্রেনের ন’নম্বর বগির একটি দরজা খোলা থাকার ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ করছে।
টোকিও: বুধবার, দরজা খোলা রেখেই দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো ছোটার দৃশ্য দেখেছে কলকাতাবাসী। এবার, ৩৪০ যাত্রী নিয়ে দরজা খোলা অবস্থায় ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটল বুলেট ট্রেন। ঘটনাস্থল জাপান। খবরে প্রকাশ, উত্তরপূর্ব জাপানের সেনদাই স্টেশন থেকে টোকিওর উদ্দেশে রওনা দেয় হায়াবুসা নম্বর ৪৬ ট্রেনটি। কিন্তু, ছাড়ার এক মিনিটের মধ্যেই সহকারি-চালক দেখতে পান, ট্রেনের ন’নম্বর বগির একটি দরজা খোলা থাকার ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ করছে। তিনি গিয়ে দেখেন যে, দরজাটি সম্পূর্ণ খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে টানেলের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়। ইস্ট জাপান রেলের তরফে বলা হয়েছে, ট্রেনে ওই সময় ৩৪০ জন যাত্রী ছিলেন। কেউ আহত হননি। পরীক্ষার পর ট্রেনটিকে পুনরায় চালানো হয়। এক আধিকারিক জানান, ট্রেনের এক সাফাইকর্মীর গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ওই সাফাইকর্মী দরজা খুলে রেখেছিলেন, যাতে তারা নিজেরা ওই দরজা প্রয়োজনে খুলতে পারেন। পরে, ভুলবশত তা লক করেননি। এই ঘটনার জন্য রেলের তরফে ক্ষমা চাওয়া হয়। এ-ও আশ্বাস দেওয়া হয়, ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটবে না। নিরাপত্তা ও নিয়মানুবর্তিতার জন্য বিশ্বেজোড়া সুখ্যাতি রয়েছে ‘সিনকানসেন’-এর (বুলেট ট্রেনকে এই নামেই ডাকেন জাপানের মানুষ)। ফলে, সেই দিক দিয়ে এই ঘটনা অত্যন্ত বিরল বলা যেতেই পারে।