এক্সপ্লোর
শিশুপুত্রকে সঙ্গে আনায় জাপানে পুরসভা থেকে বার করে দেওয়া হল কাউন্সিলরকে
![শিশুপুত্রকে সঙ্গে আনায় জাপানে পুরসভা থেকে বার করে দেওয়া হল কাউন্সিলরকে Japan: Politician removed from Assembly session for bringing her infant শিশুপুত্রকে সঙ্গে আনায় জাপানে পুরসভা থেকে বার করে দেওয়া হল কাউন্সিলরকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/24171755/child.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: জাপানের কুমামোতো শহরের পুরসভার অধিবেশনে সাত মাসের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে আসায় বার করে দেওয়া হল কাউন্সিলর ইউকা ওগাতাকে। শিশুটিকে অন্যত্র রেখে আসার পরেই তিনি ফের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি পান।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অধিবেশন চলাকালীন কক্ষে প্রবেশের অনুমতি থাকে শুধু রাজনীতিবিদ, সদস্য ও পুরসভার আধিকারিকদের। কোনও পরিস্থিতিতেই সেখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। সেই কারণে ওগাতার সঙ্গে তাঁর শিশুকে দেখে আপত্তি জানান চোয়ারম্যান ইয়োশিতোমো সাবাদা ও অন্যান্য কাউন্সিলররা। ওগাতা দাবি করেন, কর্মরত মহিলাদের বাচ্চা সামলানোর সমস্যা তুলে ধরার জন্যই তিনি ছেলেকে নিয়ে অধিবেশনে এসেছেন। কিন্তু তাঁর এই যুক্তি মানতে চাননি চেয়ারম্যান। তিনি সন্তানকে নিয়ে ওগাতাকে বেরিয়ে যেতে বলেন। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গিয়ে এক বন্ধুর কাছে শিশুপুত্রকে রেখে তারপর ফিরে আসেন তিনি। পরে চেয়ারম্যান জানান, ওগাতার সন্তানকে নিয়ে অধিবেশনে আসার অনুরোধ খতিয়ে দেখা হবে।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন সেনেটর ল্যারিসা ওয়াটার্স পার্লামেন্টে বক্তব্য পেশ করার সময়ই তিন মাসের শিশুকে স্তন্যপান করান। তাঁর উদ্যোগেই ২০১৬ সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শিশুদের নিয়ে আসা সংক্রান্ত আইন পাশ হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)