এক্সপ্লোর
Advertisement
স্পেসএক্স-এর প্রথম চন্দ্রযাত্রী জাপানি কোটিপতি ব্যবসায়ী ইয়ুসাকু মায়েজাওয়া
হথ্রোন: স্পেসএক্স-এর অতিকায় রকেটে চড়ে প্রথম মানুষ হিসেবে চাঁদে পাড়ি দেবেন জাপানি কোটিপতি তথা অনলাইন ফ্যাশন টাইকুন ইয়ুসাকু মায়েজাওয়া। ২০২৩-এর এই যাত্রায় নিজের সঙ্গে আরও ছয় থেকে আটজন শিল্পীকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। চাঁদে যাওয়ার এই বিরল সুযোগ পেতে প্রচুর অর্থ প্রদান করেছেন ৪২ বছরের এই ব্যবসায়ী। তবে ওই অর্থের পরিমাণ কত, তা নির্দিষ্ট নয়। ১৯৭২-এ আমেরিকার অ্যাপোলো মিশনের পর তিনিই প্রথম মানুষ যিনি পৃথিবীর উপগ্রহের উদ্দেশে যাত্রা করতে চলেছেন। স্পেসএক্স-এর সদর দফতরে মায়েজাওয়া বলেছেন, ছোট থেকে চাঁদ আমার খুব ভালো লাগে। সেই চাঁদে যাওয়া আমার সারা জীবনের স্বপ্ন।
জাপানের সর্ববৃহত্ অনলাইন ফ্যাশন মলের চিফ এক্সিকিউটিভ মায়েজাওয়া জাপানের ধনীতমদের তালিকায় অষ্টাদশ স্থানে রয়েছেন। বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর তথ্য অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলার।
সাম্প্রতিক শিল্প সংক্রান্ত বহুমূল্য কাজ সংগ্রহ করা তাঁর সখ। গত বছরই ১১০.৫ মিলিয়ন ডলার মূল্যের একটি শিল্পকর্ম অধিগ্রহণের কথা ঘোষণা করেছিলেন।
শিল্পের প্রতি এই ভালোবাসার কারণেই চাঁদে যাত্রার সঙ্গী হিসেবে কয়েকজন শিল্পীকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন মায়েজাওয়া। তিনি বলেছেন, চাঁদে যাওয়ার জন্য আমি আমার সঙ্গী হিসেবে সারা বিশ্বের ছয় থেকে আটজন শিল্পীকে আমন্ত্রণ জানাতে চাই।
স্পেসএক্সের সিইও ইলোন মাস্ক মায়েজাওয়াকে ‘দুরন্ত সাহসী’ এবং ‘সেরা অ্যাডভেঞ্চার প্রিয়’ বলে অভিহিত করেছেন।
মাস্ক বলেছেন, মায়েজাওয়া তাঁদের বেছে নেওয়ায় সংস্থা হিসেবে তাঁরা সম্মানিত বোধ করছেন। চাঁদে যাত্রার জন্য মাজেয়াওয়া কত অর্থ দিয়েছেন, তা জানাতে অস্বীকার করেছেন মাস্ক। তবে জানিয়েছেন, শিল্পীদের জন্য তা নিখরচায় হবে।
স্পেসএক্স-এর প্রধান বলেছেন, এই যাত্রা খুবই বিপজ্জনক। এটা কোনও পার্কে বেড়ানো নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement