এক্সপ্লোর
Advertisement
৮২ বছর বয়সে প্রয়াত সুরকার, কবি লিওনার্দ কোহেন
নিউ ইয়র্ক: ৮২ বছর বয়সে প্রয়াত বিখ্যাত সুরকার এবং কবি লিওনার্দ কোহেন। কোহেন-এর ফেসবুক পেজে তাঁর ভক্তরা এক বার্তায় লিখেছেন, বিশ্ববিখ্যাত কবি, শিল্পী এবং সুরকার কোহেন-এর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত।
শৈশবে মন্ট্রিল শহরে বেড়ে উঠলেও, পরে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন কোহেন। সূত্রের খবর, পরিবারের লোকেদের নিয়ে ব্যক্তিগত ভাবে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে।
সোনি মিউজিকের তরফে এক বিবৃতি পেশ করে কোহেন-এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। কোহেন-এর সৃষ্টিকে কুর্নিশ জানিয়ে সোনি তাদের বিবৃতিতে লিখেছে, কোহেন-এর প্রজন্ম এবং তার পরবর্তী বহু প্রজন্মে কোহেন-এর সমতুল্য প্রতিভা, সৃষ্টিশীলতা খুঁজে পাওয়া যায়নি। তাঁর তুলনা তিনি নিজেই। গত মাসেই কোহেন তাঁর জীবনের শেষ অ্যালবাম ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ প্রকাশ করেন।
প্রসঙ্গত, কোহেন-এর জীবনের প্রতি আকর্ষণ, বাঁচার ইচ্ছে সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যখন জুলাইয়ে তাঁর বান্ধবী মারিয়ানা ইলেন-এর মৃত্যু হয়। জীবনের শেষ দিনগুলো কোহেন গ্রীসের দ্বীপপুঞ্জ হাইড্রাতে নরওয়ের এই মহিলার সঙ্গেই থাকতেন। এই মহিলাই ছিলেন কোহেন-এর ‘সো লং মারিয়ানা’ গানটির অনুপ্রেরণা। তাঁর মৃত্যুর পরই জীবনে বেঁচে থাকার মানে হারিয়ে ফেলেন এই শিল্পী। এমনকি প্রেমিকাকে লেখা শেষ চিঠিতে কোহেন লেখেন, ‘আমার মনে হয়, আমি খুব শীঘ্রই তোমার পথের পথিক হব’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement