এক্সপ্লোর
এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করেন, সাবধান, মস্তিষ্কে এই ব্যক্তির মতো ফুটো যেন না হয়!

নয়াদিল্লি: বাড়তি কোনও কিছুই খাওয়া ভাল নয়। সেটা ভাল এবং খারাপ দুটি খাবার বা পানীয়ের ক্ষেত্রে একইরকম ভাবে প্রযোজ্য। এক ব্যক্তি এনার্জি ড্রিঙ্ক খেতে খুবই ভালবাসতেন। কিন্তু সেই ভালবাসা যখন নেশায় পরিণত হয়, তখন সেটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক হতে পারে, সেটা এই ব্যক্তিকে দেখলে বোঝা যায়। ওই ব্যক্তির স্ত্রী তাঁদের দাম্পত্য জীবনের সেই কঠিন লড়াইয়ের কথা ফেসবুক পোস্টে প্রথমে শেয়ার করেও মুছে দেন।
ব্রিয়ানা নামের সেই মহিলা তাঁর ফেসবুকে লেখেন, তাঁর স্বামী অস্টিন এনার্জি ড্রিঙ্ক খেতে খুবই ভালবাসতেন। মূলত দীর্ঘসময় কাজের জায়গায় কাটাতে হত অস্টিনকে। সেইসময়ই তাঁর স্বামীর এনার্জি ড্রিঙ্কের প্রতি আসক্তি জন্মায়। ব্রিয়ানা জানিয়েছেন,তখনই তিনি প্রথমবারের জন্যে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। যেকোনও মেয়ের জীবনেই সেটা খুবই একটা আনন্দময় অধ্যায়। একটা নতুন প্রাণের সূচনা হচ্ছে তাঁর শরীরের মধ্যে। একটা ছোট প্রাণ যাকে কখনও চোখে দেখা হয়নি যাকে, তার জন্যে মনে তৈরি হয় এক গভীর ভালবাসা। নিজেদের প্রথম সন্তানের আসার অক্ষেপায় অধীর আগ্রহে দিন গুনছিলেন দম্পতি। কিন্তু তখনই ব্রিয়ানা এক দুঃসংবাদ পান। কার্যত ধাক্কা খায় তাঁর জীবন।
ব্রিয়ানা জানতে পারেন, তাঁর স্বামীর একটি দুর্ঘটনা ঘটেছে, তিনি হাসপাতালে। কিন্তু কী হয়েছে, সেব্যাপারে কেউ কিছুই বলতে পারছিলেন না। হাসপাতালে গিয়ে মহিলা জানতে পারেন, অস্টিনের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। সমস্ত রকমের পরীক্ষার করে চিকিত্সকরা জানান, সাম্প্রতিককালে বাড়তি এনার্জি ড্রিঙ্ক খাওয়ার জেরেই এই অঘটনটা ঘটেছে। কোনও কিছু বোঝার আগেই তাঁর ওপর করা হয় এক অস্ত্রোপচার। অস্টিনের মস্তিষ্কে বিরাট বড় একটা গর্ত হয়ে গিয়েছে। তবে সেই গর্ত নিয়েও এখনও বেঁচে রয়েছেন অস্টিন। এবং নিজের সন্তানের বাবা ও ভালবাসার পাশে সর্বক্ষণ থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিয়ানা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
