এক্সপ্লোর
কম্পিউটারে গেম খেলায় ব্যাঘাত, শিশুকন্যাকে খুন করল বাবা
![কম্পিউটারে গেম খেলায় ব্যাঘাত, শিশুকন্যাকে খুন করল বাবা Man Kills Daughter 2 For Interrupting His Computer Game কম্পিউটারে গেম খেলায় ব্যাঘাত, শিশুকন্যাকে খুন করল বাবা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/27111427/video-game-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাউস্টন: কম্পিউটারে একমনে গেম খেলছিল এক ব্যক্তি।কিন্তু দুই বছরের ছোট্ট শিশুকন্যা বারবারই মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। শেষপর্যন্ত খেপে নিয়ে নিজের মেয়েকে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করল আমেরিকার ৩১ বছরের যুবক অ্যান্টনি মাইকেল স্যান্ডার্স। গত ডিসেম্বরে টেক্সাসে এলি স্যান্ডার্সকে হত্যার অভিযোগ আনা হয়েছে অ্যান্টনির বিরুদ্ধে। ওয়াতাউগার পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন অ্যান্টনির স্ত্রী একটি অনুষ্ঠানে বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে এলি ও পাঁচ বছরের ছেলের দেখাশোনার জন্য ছিল অ্যান্টনি। কিন্তু কম্পিউটারে গেমস খেলার সময় এলি বারবার ব্যাঘাত ঘটানোয় মেজাজ সপ্তমে চড়ে যায় তার। একরত্তি মেয়েকে প্রচণ্ড মারধর শুরু করেন। এতেই তার রাগ থামেনি। এলির মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন তিনি। পুলিশ জানিয়েছে, অ্যান্টনির বরাবরই কম্পিউটার গেম খেলার নেশা রয়েছে।
টারান্ট কাউন্টির মেডিক্যাল পরীক্ষক চলতি মাসেই জানিয়েছেন, শ্বাসরুদ্ধ হয়েই এলি মারা যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)