রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি, কর্মসংস্থান প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ, আশ্বাস শিল্পমন্ত্রীর
এডিনবরা: রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। মঙ্গলবার এডিনবরা রওনা হওয়ার আগে লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মলয় দে-র সঙ্গে বৈঠক করেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়েছেন, এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে। লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের। এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।