এক্সপ্লোর
Advertisement
ট্যুইটারে ট্রাম্পের পরেই সবচেয়ে বেশি আলোচিত মোদী
ওয়াশিংটন: এ বছর ট্যুইটারে রাষ্ট্রনেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। এরপরেই দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারের পক্ষ থেকে সরকারিভাবে এই তথ্য জানানো হয়েছে। ট্যুইটারে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ৪৪.১ মিলিয়ন। মোদীর ফলোয়ার সংখ্যা ৩৭.৫ মিলিয়ন।
ট্যুইটারে প্রথম ১০ জন সবচেয়ে বেশি আলোচিত রাষ্ট্রনেতার তালিকায় এশিয়া থেকে মোদী ছাড়াও আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আকুন রেশমি জোকো উইডোডো। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-ও এই তালিকায় আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাজনীতিবিদদের মধ্যে এ বছর ট্যুইটারে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় বংশোদ্ভুত প্রীত ভারারা।
এ বছর সবচেয়ে জনপ্রিয় ট্যুইট কার্টার উইলকারসনের। তাঁর একটি ট্যুইট ৩৬ লক্ষ বার রিট্যুইট করা হয়। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা একটি ট্যুইট এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রিট্যুইট করা ট্যুইট। ওবামার আরও দু’টি ট্যুইট এ বছরের সবচেয়ে বেশি রিট্যুইট হওয়া প্রথম ১০টি ট্যুইটের মধ্যে আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement