এক্সপ্লোর
Advertisement
মৃতর মুখে বসানো জীবন্ত সময়ের মুখ, মিশরের রহস্যময় ১,৯০০ বছরের মমি বালিকার রহস্য উদ্ঘাটনে বৈজ্ঞানিকরা
ওয়াশিংটন: ১,৯০০ বছর আগে মিশরে মারা গিয়েছিল সে। রাসায়নিক প্রক্রিয়ায় রক্ষিত তার মমিতে এখনও মুখের জায়গায় উঁকি মারে ছোট্ট এক বালিকার মুখ। বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩ ফুটের ওই মেয়ের রহস্য এবার উদ্ঘাটন করবেন তাঁরা।
রোমান-মিশরীয় এই মমি বিশ্বের ১০০-র মত পোর্ট্রেট মমির অন্যতম। এই মমির বৈশিষ্ট্য হল, মমি হিসেবে দেহ প্যাক করার সময় তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হত তাদের হুবহু জীবন্ত ছবি। মুখের জায়গায় বসানো থাকত জীবন্ত মুখ। রোমানরা মিশরে নিয়ে আসে এই টুডি পোর্ট্রেট। সেই ঘরানায় তৈরি হয় এই মেয়ের মমি।
তার মুখের রং করা হয় মোম আর রঞ্জক দিয়ে, কালো চুল পিঠে ছড়ানো। লাল টকটকে জামা পরে রয়েছে সে, গায়ে সোনার গয়না।
গবেষণায় নেমেছে আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি। কীভাবে একেবারে হুবহু এই পোর্ট্রেট মমি তৈরি করা হত তা গবেষকরা খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে কিছু রহস্যের সমাধান করেছেন তাঁরা কিন্তু কাজ এখনও অনেক বাকি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement