(Source: ECI/ABP News/ABP Majha)
Koo in Nigeria: নাইজেরিয়ায় বিভিন্ন ভাষায় চালু হচ্ছে কু অ্যাপ
Koo App in Nigeria: নাইজেরিয়ায় ৫০০-রও বেশি ভাষা প্রচলিত। ইগবো, হাউসা, ইয়োরুবা, ফুলা, টিভের মতো ভাষাগুলিতেও যাতে কু অ্যাপ ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
নয়াদিল্লি: ভারতে আপাতত বাংলা, হিন্দি, ইংরাজি, কন্নড়, তামিল, তেলুগু, মরাঠি, অসমিয়া ও গুজরাতি ভাষায় ব্যবহার করা যাচ্ছে কু অ্যাপ। দেশের বাইরে নাইজেরিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কু অ্যাপ। আফ্রিকার এই দেশে আপাতত শুধু ইংরাজি ভাষাতেই ব্যবহার করা যাচ্ছে কু। তবে নাইজেরিয়ায় ৫০০-রও বেশি ভাষা প্রচলিত। ইগবো, হাউসা, ইয়োরুবা, ফুলা, টিভের মতো ভাষাগুলিতেও যাতে কু অ্যাপ ব্যবহার করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
আফ্রিকার বৃহত্তম অর্থনীতি নাইজেরিয়াতেই। আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি জিডিপি নাইজেরিয়াতেই। ফলে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই দেশটির গুরুত্ব অনেক বেশি। সেই কারণে নাইজেরিয়ার মানুষের কাছে কু অ্যাপ আরও বেশি জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ভাষার উপর জোর দেওয়া হচ্ছে। কারণ, মাতৃভাষাতেই নিজের বক্তব্য সবচেয়ে ভালভাবে প্রকাশ করা যায়। সে কথা মাথায় রেখেই নাইজেরিয়ার মানুষের আরও কাছাকাছি পৌঁছতে চাইছে কু অ্যাপ। ইংরাজির বদলে যাতে নাইরেজিয়ার মানুষ নিজেদের ভাষাতেই কু অ্যাপে পোস্ট করতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে।
ভারতের মতোই নাইজেরিয়াতেও ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। ভারতের বাইরে প্রথমবার এই দেশেই পা রেখেছে কু অ্যাপ। নাইজেরিয়ায় অ্যাপটির জনপ্রিয়তা বাড়ছে। আফ্রিকার এই দেশটির সংস্কৃতির সঙ্গে অ্যাপটিকে আরও সম্পৃত্ত করার চেষ্টা চলছে।
গত বছরের মার্চে চালু হয় কু অ্যাপ। এ বছরের অক্টোবরের মধ্যে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৫ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। কু অ্যাপ ব্যবহারকারীরা খেলা, বিনোদন, রাজনীতি, সাহিত্য, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।