এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নিজামীর ফাঁসির প্রস্তুতি তুঙ্গে, পাক রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ বাংলাদেশের
ঢাকা: কট্টরপন্থী সংগঠন জামাত ই ইসলামির প্রধান মতিউর রহমান নিজামির ফাঁসির প্রস্তুতি শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করা কুখ্যাত আল-বদল জঙ্গি সংগঠনের প্রধান নেতার ফাঁসির রায়ের বিরুদ্ধে আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরেই তাঁকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছে। ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার।
অন্যদিকে, নিজামির ফাঁসির রায় নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করায় পাকিস্তানকে পাল্টা তোপ দেগে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে বলেছে বাংলাদেশ। সোমবার পাক রাষ্ট্রদূত সুজা আলমকে ডেকে পাঠিয়ে সরকারিভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। পাক রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্র তুলে দেওয়া হয়েছে। তিনি এই প্রতিবাদ পত্র ইসলামাবাদে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত নিজামির ফাঁসির রায় দেওয়া হয় ২০১৪ সালের অক্টোবরে। সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন জামাত প্রধান। কিন্তু গত বৃহস্পতিবার ফাঁসির রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপরেই ফাঁসির প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা সেন্ট্রাল জেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, নিজামিকে আলাদা একটি সেলে রাখা হয়েছে। তাঁরা আদালতের লিখিত রায় হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ফাঁসি দিতে তাঁরা তৈরি। জেলের আশেপাশের অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, সব আইনি দিক খতিয়ে দেখেই ফাঁসির রায় কার্যকর করা হবে। তবে কখন ফাঁসি হবে সেটা এখনই বলা যাচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement