এক্সপ্লোর
Advertisement
কর্মসংস্থানে ‘বৈষম্য’ পাকিস্তানের, অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, মানবাধিকার নেই, বলল ভারত
নয়াদিল্লি: পাকিস্তান-বিরোধী বিক্ষোভে অশান্ত, উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর। স্থানীয় যুবকরা ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের বিরুদ্ধে। কারণ একে চাকরিবাকরি, কর্মসংস্থানের সুযোগ নেই। যতটুকুও বা আছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে তাঁদের বিরুদ্ধে, এমনই অভিযোগ কাশ্মীরী যুবকদের। তাঁদের বঞ্চিত করে কাজ দেওয়া হচ্ছে শুধুই পাকিস্তানি যুবকদের। তাই ক্ষমতাসীন পাক কর্তৃপক্ষ ও পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরের সরকারের বিরুদ্ধে মুজফফরাবাদে বিশাল সমাবেশ করেছেন তাঁরা।
পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন মুজফফরাবাদের রাস্তায়। পাক শাসকদের ‘অত্যাচারী রাজ’-এর বিরুদ্ধে সেখানে বিক্ষোভ সমাবেশ করেছে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তাঁদের কর্মীদের সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল আওয়ামি পার্টির সদস্যরাও।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু পাক অধিকৃত কাশ্মীরের মানুষের কোনও মানবাধিকার নেই এবং অতীতেও নানা ঘটনায় তা প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন।
পাকিস্তান সেনাবাহিনী ও তাদের নিরাপত্তা সংস্থাগুলি পাক অধিকৃত কাশ্মীরের জনগণের মানবাধিকার দলিত করছে বলে অভিযোগ করে রিজিজু বলেছেন, আমরা এ ব্যাপারে আগেও উদ্বেগ জানিয়েছি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীরও উচিত এ দিকে নজর দেওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement