কাউকে এতটা খারাপ সহ্য করতে হয়নি, মিডিয়াকে তোপ ক্ষুব্ধ ট্রাম্পের
ওয়াশিংটন: অতীতে কোনও রাজনীতিবিদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি সংবাদমাধ্যম, যতটা তাঁর সঙ্গে করা হয়েছে। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া ট্রাম্প মনে করিয়ে দেন, সমালোচকদের তিনি তেমন সুযোগ দেবেন না যাতে তারা তাঁর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এদিন মার্কিন উপকূলরক্ষী বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ট্রাম্প বলেন, সাম্প্রতিককালে আমার সঙ্গে কী ধরনের ব্যবহারটাই না করে চলেছে সংবাদমাধ্যম। ইতিহাসে কোনও রাজনীতিবিদকে এতটা খারাপ ব্যবহার সহ্য করতে হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, ঠিক এই সমালোচনার জন্যই তিনি জিতেছেন। তাঁর মতে, সমালোচনা একজনকে আরও শক্তিশালী (মানসিকভাবে) করে তোলে। তাঁর পরামর্শ, কখনও হাল ছেড়ে দেবেন না, পিছু হঠবেন না এবং সর্বোপরি, যা সঠিক মনে করবেন, তা করেই ছাড়বেন।
ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হওয়ার পর এই স্বল্প সময়ে তিনি অনেক কিছু অর্জন করেছেন। বলেন, যে কাজে মূল্য আছে, তা কখনই সহজে আসে না। সঠিক কাজের জন্য লড়াই করতে গেলে বাধা আসবেই। তখন, মাথা নত না করে লড়াই চালিয়ে যেতে হবে।
ট্রাম্প মনে করিয়ে দেন, তিনি সংবাদমাধ্যম বা বিশিষ্টজনদের সেবা করার জন্য প্রেসিডেন্ট হননি। দেশের জনসাধারণের সেবা করার জন্যই নির্বাচিত হয়েছেন।