এক্সপ্লোর
Advertisement
চাই আন্তর্জাতিক সহযোগিতা, একা কোনও দেশের পক্ষে সন্ত্রাসকে পরাস্ত করা সম্ভব নয়: রাষ্ট্রপুঞ্জে ভারত
নয়াদিল্লি: সন্ত্রাসবাদ রুখতে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বোঝাপড়া চাই। একা কোনও দেশের পক্ষে এই বিষবৃক্ষ উচ্ছেদ করা সম্ভব নয়, কারণ বিভিন্ন দেশে যারা হামলা চালাচ্ছে, তাদের টিকি অন্য কোনও দেশের জঙ্গি সংগঠনের কাছে বাঁধা। রাষ্ট্রপুঞ্জে এ কথা বলল ভারত।
রাষ্ট্রপুঞ্জের কাউন্টার- টেররিজম সেন্টার অ্যাডভাইসরি বোর্ডের বৈঠকে ভারতের সহ স্থায়ী প্রতিনিধি তন্ময় লাল এই মন্তব্য করেছেন। তাঁর কথায়, কোনও দেশ যতই ধনী বা শক্তিশালী হোক, সন্ত্রাসবাদকে একা পরাস্ত করতে পারবে না। এ জন্য বহু ক্ষেত্রে প্রকৃত ও কার্যকরী আন্তর্জাতিক সহযোগিতা চাই।
তন্ময় বলেছেন, অঞ্চল ও দেশের গণ্ডি পেরিয়ে মাথা তুলেছে সন্ত্রাসবাদ। সন্ত্রাবাদী সংগঠন ও তাদের নেটওয়ার্ক কোনও সীমান্ত, রীতিনীতি বা আইনি পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। তাই তাদের ঠেকাতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা, বোঝাপড়া ও সেই ভিত্তিতে কাজ করা জরুরি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, দিল্লি মনে করছে, রাষ্ট্রপুঞ্জের এই অফিস অফ কাউন্টার টেররিজম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক বোঝাপড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement