এক্সপ্লোর
ট্রাম্পের হুঙ্কারকে 'কুকুরের ঘেউ ঘেউ' বলে বিদ্রূপ উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীর
সিওল: ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারকে 'কুকুরের ঘেউ ঘেউয়ের শব্দ' বলে বিদ্রুপ করলেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপাতে চলেছেন।
গত মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে প্রথম ভাষণেই কমিউনিস্ট কোরিয়াকে সাবধান করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খেপিয়ে দিলে উত্তর কোরিয়াকে পুরোপুরি গুঁড়িয়ে দেবে আমেরিকা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে 'রকেট ম্যান' বলেও কটাক্ষ করেন তিনি।
প্রথম প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং-এর বিদেশমন্ত্রী নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ঘেউ ঘেউ করে আমাদের ভয় দেখাতে চাইলে সেটা কুকুরের স্বপ্ন দেখা হবে!
ট্রাম্প গত আগস্টে বলেন, উত্তর কোরিয়া 'রোষের আগুনের' মুখে পড়বে। পাল্টা কয়েক দফা অস্ত্রপরীক্ষা করেই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়া, সে দেশের এক সেনাকর্তা ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেন, যুক্তিহীন একটা লোক একগাদা আজেবাজে বকছে!
উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনও জায়গায় আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণের দীর্ঘদিনের লক্ষ্যপূরণের কাছাকাছি চলে এসেছে বলে একদিকে বাইরের দেশের বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তারই পাশাপাশি চলছে দু দেশের বাকযুদ্ধ।
এ মাসের শুরুতেই উত্তর কোরিয়া ষষ্ঠ ও এপর্যন্ত সবচেয়ে শক্তিশালী পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণটি ঘটায়। সঙ্গে সঙ্গে কঠোর নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রপুঞ্জ। তবে তারপরও জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। জবাবে জাপানের কাছে কোরিয় উপদ্বীপের ওপর দিয়ে চক্কর মারে শক্তিশালী মার্কিন বোমারু বিমান ও স্টিলথ জেট যুদ্ধবিমান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement