এক্সপ্লোর
হয়তো একদিন প্রেসিডেন্ট হবেন কোনও হিন্দু, ইহুদি বা মহিলা, আশা ওবামার

ওয়াশিংটন: তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। দু দফায় মোট আট বছর হোয়াইট হাউসে কাটানোর পর অবশেষে বিদায় নিলেন বারাক ওবামা। মেয়াদ শেষ হওয়ার পর বিদায় নেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিগত বৈচিত্র বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন ওবামা। তাঁর আশা, একদিন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু, ইহুদি, লাতিন বা মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। হোয়াইট হাউসে শেষ সাংবাদিক সম্মেলনে ওবামা বলেছেন, ‘ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না। হয়তো একদিন সব জাতি, ধর্ম, বর্ণের মানুষই প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন। এটাই আমেরিকার শক্তি। আমি আর মিশেল অলিম্পিকের মতোই দল তৈরি করেছিলাম। অলিম্পিক দলে সবরকমের খেলোয়াড়ই থাকেন। সিমোন বাইলস ও মাইকেল ফেল্পসকে দেখে সম্পূর্ণ আলাদা মনে হয়। কিন্তু এখানে ভিন্ন ধরনের এরকম বহু মানুষ আছেন, যাঁরা যে কোনও খেলায় দক্ষতা দেখাতে পারেন।’ ওবামা বিদায় নেওয়ার পর এবার হোয়াইট হাউসে আসছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















