এক্সপ্লোর
মুরগির যৌন হেনস্থা, গ্রেফতার ১৪ বছরের পাকিস্তানি কিশোর

লাহৌর: বিকৃত যৌন কামনার হাত থেকে মানুষ তো বটেই, এমনকী পশু-পাখিদেরও রেহাই মিলছে না! কিছুদিন আগেই মরক্কোয় একটি গাধাকে গণধর্ষণ করে ১৫ জন কিশোর। তারা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। এবার পাকিস্তানে একটি মুরগিকে যৌন হেনস্থার পর মেরে ফেলার অভিযোগে গ্রেফতার করা হল আনসার হুসেইন নামে ১৪ বছরের এক কিশোরকে। পঞ্জাব প্রদেশের হাফিজাবাদে এই নৃশংস ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি দোকান থেকে ওই মুরগিটিকে চুরি করে নিজের বাড়িতে নিয়ে যায় ওই কিশোর। এরপর মুরগিটিকে যৌন হেনস্থার পর মেরে ফেলে সে। ওই দোকানের মালিক মনসব আলির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় ওই কিশোরকে। জালালপুর ভাট্টিয়ান থানার স্টেশন হাউস অফিসার সরফরাজ অঞ্জুম বলেছেন, মৃত মুরগিটির শারীরিক পরীক্ষা করে যৌন হেনস্থার প্রমাণ মিলেছে। ধৃত কিশোর অপরাধের কথা স্বীকার করেছে। সে যৌন হতাশার ফলেই এই অপরাধ করেছে বলে জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















