এক্সপ্লোর
Advertisement
উরি: ‘বিদ্বেষমূলক ভাষ্য’ দিচ্ছে ভারত, পাল্টা পাক সেনাপ্রধান
নয়াদিল্লি: উরির হামলার জেরে ভারতের প্রতিক্রিয়া দেখে পাল্টা ঘুরিয়ে হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের। সন্ত্রাসবাদীদের হাতে ১৮ ভারতীয় সেনার মৃত্যুর পর ভারত ঘটনার ‘বিদ্বেষমূলক বিবরণ’ দিচ্ছে বলে শীর্ষ কমান্ডারদের বৈঠকে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার দিক থেকে যেসব একান্ত প্রয়োজনীয় ব্যাপার, সেদিকে সামরিক বাহিনীর ‘নজর’ রয়েছে।
রাওয়ালপিন্ডিতে কোর কমান্ডারদের ওই বৈঠকে তিনি পাকিস্তানের ভিতর ও বাইরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন, সেনাবাহিনীর প্রস্তুতি কোন স্তরে রয়েছে, সে ব্যাপারেও খবর নেন।
পরে পাক সেনার এক বিবৃতিতে বলা হয়, ভারত যে প্ররোচনামূলক ভাষ্য দিচ্ছে, সেটা মাথায় রেখে সেনাপ্রধান বলেছেন, আমরা পুরোপুরি তৈরি, এই অঞ্চলের সাম্প্রতিকতম ঘটনাবলীর প্রতি গভীর নজর রাখছি, পাকিস্তানের নিরাপত্তার ওপর তার কী প্রতিক্রিয়া-প্রভাব পড়তে পারে, সেদিকেও খেয়াল রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ, সব ধরনের বিপদের জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি তৈরি।
বৈঠকে জেনারেল শরিফ এও বলেন, পাক সশস্ত্র বাহিনী আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ রুখে দিয়েছে, আগামীদিনেও পাকিস্তানের ঐক্য-সংহতি ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনও হীন চক্রান্ত ব্যর্থ করবে।
গতকালের নজিরবিহীন সন্ত্রাসবাদী হামলার জন্য পাকিস্তানকেই দুষছে ভারত। সাম্প্রতিককালে ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে বর্বরোচিত হামলার পর ভারতের সামরিক অপারেশন সংক্রান্ত ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ বলেছেন, হামলা চালানো ৪ সন্ত্রাসবাদীই বিদেশি এবং তাদের কাছ থেকে যেসব সামগ্রী মিলেছে, সেগুলির গায়ে পাকিস্তানের ছাপ আছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা সকলেই পাকিস্তানের মাটিতে আশ্রয় পাওয়া জয়েশ-ই-মহম্মদের সদস্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement