এক্সপ্লোর
ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাক বিদেশ মন্ত্রী

ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই। সে দেশের বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ এবার ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, ভারত পরমাণু হামলা চাইছে। সেনা প্রধান বিপিন রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল, ভারত-পাক সম্পর্কের আরও অবনতি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা। তাতে তিনি মন্তব্য করেন, কেন্দ্র সবুজ সংকেত দিলেই ভারতীয় সেনা পাক সীমান্ত টপকে অপারেশন চালাতে পারে, পাকিস্তানের পরমাণু অস্ত্র সংক্রান্ত ভাঁওতাবাজিকে পরোয়া করে না তারা। এ কথায় প্রবল চটে ইসলামাবাদ। পাক সেনার মিডিয়া শাখা আইএসপিআর মন্তব্য করে, সেনা প্রধানের পদে থাকা কারও পক্ষে এমন মন্তব্য অনাকাঙ্খিত। পাকিস্তানের পরমাণু শক্তি যথেষ্ট আছে, তা তাদের পূর্ব দিক থেকে আসা বিপদের কথা ভেবেই। কিন্তু পাক বিদেশমন্ত্রী খাজা মহম্মদ আসিফ টুইটারে খোলাখুলি মন্তব্য করেন, ভারতের সেনা প্রধান পরমাণু হামলার আমন্ত্রণ করছেন। যদি ভারত তাই চায়, তবে তারা পাকিস্তানের মনোবল পরীক্ষা করতে পারে। তাহলে দ্রুত দূরীভূত হবে সেনা প্রধানের সন্দেহ। [embed]https://twitter.com/KhawajaMAsif/status/952222923984601088[/embed] যদিও ভারতীয় বিদেশ মন্ত্রক এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















