এক্সপ্লোর
পিছনে হ্যাকাররা? পাকিস্তানের ডন নিউজ চ্যানেলের পর্দায় আচমকা ভারতের তেরঙ্গা পতাকা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা
গতকাল বেলা সাড়ে তিনটে নাগাদ হঠাত্ চ্যানেলে একটি বিজ্ঞাপন সম্প্রচারের সময় ভারতের তেরঙ্গা পতাকা তাতে ভেসে ওঠে। পতাকার ওপর লেখা ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’।

নয়াদিল্লি:পাকিস্তানের অন্যতম প্রথম সারির নিউজ চ্যানেল ডন টিভি রবিবার হ্যাকড হল। সম্ভবত অজ্ঞাতপরিচয় হ্যাকারদের হাত রয়েছে এর পিছনে। গতকাল বেলা সাড়ে তিনটে নাগাদ হঠাত্ চ্যানেলে একটি বিজ্ঞাপন সম্প্রচারের সময় ভারতের তেরঙ্গা পতাকা তাতে ভেসে ওঠে। পতাকার ওপর লেখা ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’। কিছুক্ষণ থাকার পর সেটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। তবে কতক্ষণ সেটি দেখা গিয়েছে, পরিষ্কার নয়। পাক চ্যানেলে আপনা থেকেই উধাও হওয়া ভারতের পতাকা ও তার ওপর আসন্ন স্বাধীনতা দিবসের বার্তা সম্প্রচার নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রবল জল্পনা চলে। ট্যুইটার ছেয়ে যায় বিভিন্ন প্রতিক্রিয়ায়, যা শেয়ার হয় প্রচুর। পরে ডন নিউজ এর তরফে ট্যুইটারে বিবৃতি দিয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। ডন তাদের ওয়েবসাইটেও বিবৃতি দিয়ে জানিয়েছে, তদন্ত শেষ হলেই কী জানা গেল, তা দর্শকদের গোচরে আনা হবে। তারা বলেছে, স্বাভাবিক সম্প্রচারই হচ্ছিল, আচমকা বিজ্ঞাপনের ওপর ভারতীয় তেরঙ্গা পতাকা ও ভারতের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা তার ওপর ফুটে ওঠে, যা কিছুক্ষণ থাকার পর নিজে থেকেই সরে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















