এক্সপ্লোর
Advertisement
আফগানিস্তানে ভারতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? আমেরিকার ওপর খাপ্পা পাকিস্তান
ইসলামাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আফগানিস্তানে ভারতকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলছেন। আর এতেই চটেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি এ নিয়ে আপত্তি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে।
পাক বিদেশ সচিব তেহমিনা জানুজা জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী। তখনই উদ্বেগ জানিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প তাঁর নয়া আফগান নীতিতে ভারতকে পাকিস্তানের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কেন।
২১ অগাস্ট আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া নিয়ে নয়া মার্কিন নীতি প্রকাশ করেছে ওয়াশিংটন। তাতে মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, এই সমর্থন চালিয়ে গেলে ইসলামাবাদকে ফল ভুগতে হবে। যুদ্ধবিদীর্ণ আফগানিস্তান পুনর্নিমাণে আরও বড় ভূমিকা নেওয়ার জন্য দিল্লিকে অনুরোধ করেছেন তিনি। ফলে ইসলামাবাদ সিঁদুরে মেঘ দেখছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement