২২০ ভারতীয় জেলেকে করাচির জেল থেকে ছাড়ল পাকিস্তান
করাচি: সৌহার্দ্য দেখিয়ে করাচির জেলে আটক ২২০ জন ভারতীয় মত্স্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। শনিবার মালির জেল থেকে বেরিয়ে ওই ভারতীয় জেলেরা লাহোরগামী ট্রেনে ওঠেন। লাহোর থেকে ওয়াগা সীমান্তে নিয়ে গিয়ে তাঁদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। জেল সুপার হাসান সেহতো জানিয়েছেন, পাক জলসীমায় বেআইনিভাবে ঢুকে মাছ ধরায় ওদের গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেন, ২২০ জন জেলেকে ছেড়ে দিতে নির্দেশ এসেছে অভ্যন্তরীণ মন্ত্রক থেকে। তবে এখনও আমাদের হেফাজতে রয়েছেন ২১৯ জন ভারতীয় মতস্যজীবী।
সাম্প্রতিককালে সীমান্ত সন্ত্রাসবাদ, পাকিস্তানের মাটিতে আশ্রয় পাওয়া সন্ত্রাসবাদীদের পঠানকোট, উরিতে ভারতীয় সেনা ও বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিণামে ভারত-পাক সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর সম্পর্কে অস্থির পরিস্থিতির মধ্যেই সৌহার্দ্যমূলক পদক্ষেপ করা হল পাকিস্তানের তরফে। গত সপ্তাহে অবশ্য পাক মত্স্যজীবীদের ফোরামের পক্ষ থেকে দাবি করা হয়, গুজরাত উপকূল সংলগ্ন এলাকায় পাক জলসীমার মধ্য থেকেই বেশ কয়েক ডজন পাক জেলেকে তুলে নিয়ে চলে গিয়েছে ভারতীয় নৌ বাহিনী কর্তৃপক্ষ। যদিও পাক সরকার এ নিয়ে এখনও মুখ খোলেনি।