এক্সপ্লোর
২৬শে ইসলামাবাদে আসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মনিটরিং দল, সঈদ বা জামাতের ধারেকাছে ঘেঁষতে দেবে না পাকিস্তান
![২৬শে ইসলামাবাদে আসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মনিটরিং দল, সঈদ বা জামাতের ধারেকাছে ঘেঁষতে দেবে না পাকিস্তান Pakistan to bar UNSC access terrorist Hafiz Saeed as the world body’s monitoring team arrives Islamabad on a two day visit ২৬শে ইসলামাবাদে আসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মনিটরিং দল, সঈদ বা জামাতের ধারেকাছে ঘেঁষতে দেবে না পাকিস্তান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/17131706/Hafiz-Saaed.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: ২৬ জানুয়ারি পাকিস্তান সফরে আসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সংক্রান্ত মনিটরিং দল। দুদিনের সফরের উদ্দেশ্য সন্ত্রাসবাদী সংগঠন, নেতাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রূপায়ণে ইসলামাবাদের ভূমিকা খতিয়ে দেখা। কিন্তু তার প্রাক্কালে পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র দি নিউজ-এর খবর, পাকিস্তান মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিদ সঈদ বা তার সংগঠনের ধারেকাছে ঘেঁষতে দেবে না নিরাপত্তা পরিষদের লোকজনকে।
পাক বিদেশমন্ত্রকের শীর্ষ অফিসাররা ওই সংবাদপত্রকে বলেন, ওরা জামাত-উদ-দাওয়া বা হাফিজ সঈদের কাছে যাওয়ার অনুমতি চাইবে না। আর যদি চায়ও, অনুমতি দেওয়া হবে না। এই সফর নিয়ে আলোচনা হয়েছে আগেই, এর সূচিও নির্ধারিত হয়ে রয়েছে। এটা রুটিন সফর।
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা তালিকায় জামাত-উদ-দাওয়া, আল কায়েদা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী ও ব্যক্তিরা রয়েছে।
পাকিস্তানের ওপর আমেরিকা সহ আন্তর্জাতিক মহল লাগাতার চাপ বাড়িয়ে যাচ্ছে, যাতে নিজেদের মাটিতে লালিত পালিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে দমন করতে তারা ব্যবস্থা নেয়।
তা সত্ত্বেও গত সপ্তাহে প্রকাশ্যে এক সাক্ষাত্কারে সঈদকে 'সাহেব' বলে উল্লেখ করে তাকে সমর্থন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। সঈদের বিরুদ্ধে কোনও মামলা নেই, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। তাঁর বক্তব্যের তীব্র সমালোচনা হয় নানা মহলে। আমেরিকা জানিয়ে দেয়, সঈদ সন্ত্রাসবাদী।
বিবিসি সম্প্রতি এক তদন্তমূলক রিপোর্টে জানায়, লস্কর-ই-তৈবার সহযোগী প্রতিষ্ঠাতা সঈদ ১৯৯৫ সালে ব্রিটেনের বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে মুসলিমদের জেহাদে নামার জন্য তাতিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)