এক্সপ্লোর
অসাবধানতায় উড়ে গেল পোষা পাখি! পাকিস্তানে ৮ বছরের পরিচারিকাকে পিটিয়ে 'খুন' দম্পতির
খাঁচা পরিষ্কার করতে গিয়ে অসাবধানে উড়ে গেল পোষা টিয়া। ৮ বছরের পরিচারিকাকে পিটিয়ে খুন করল দম্পতি!

ফাইল ছবি
রাওয়ালপিণ্ডি: খাঁচা পরিষ্কার করতে গিয়ে অসাবধানে উড়ে গেল পোষা টিয়া। ৮ বছরের পরিচারিকাকে পিটিয়ে খুন করল দম্পতি! পাকিস্তানের রাওয়ালপিণ্ডির এই ঘটনায় ফের একবার সামনে এল শিশুশ্রম ও বর্বরতার ছবি। জেহরা নামে ৮ বছরের মেয়েটি গৃহ পরিচারিকার কাজ করত অভিযুক্ত দম্পতির বাড়িতে। সম্প্রতি ওই দম্পতির পোষা টিয়া পাখির খাঁচা পরিস্কার করার সময় অসাবধান হয়ে পড়ে বালিকা আর তার সুযোগ নিয়েই উড়ে পালায় পোষা টিয়া! মালিক দম্পতি ওই ঘটনা জানতে পারছে তাকে প্রচণ্ড মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে বেগম আখতার রুকসানা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই বালিকার। পুলিশ ওই দম্পতিকে হেফাজতে রেখেছে। আগামী ৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত হয়েছে। দুজনেই স্বীকার করে নিয়েছেন, পোষা টিয়া উড়ে যাওয়ায় দুজনেই প্রহার করেছিলেন ওই ৮ বছরের পরিচারিকাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















