এক্সপ্লোর
মোদীর বালুচিস্তান মন্তব্য: সরকার রাষ্ট্রপুঞ্জে যাক, প্রস্তাব পাক-পঞ্জাব অ্যাসেম্বলির

লাহৌর: বালুচিস্তান ও গিলগিট-বাল্টিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের নিন্দা করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যামেম্বলিতে একটি প্রস্তাব গৃহীত হল। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নওয়াজ শরিফ সরকারের কাছে বিষয়টি রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক মঞ্চে উত্থাপনের আর্জি জানানো হয়েছে। পঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ প্রস্তাবটি পেশ করেন। সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বালুচিস্তান এবং গিলগিট-বাল্টিস্তান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, মোদীর ওই মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের সামিল। প্রস্তাবে আরও বলা হয়েছে, বিষয়টি রাষ্ট্রপু্ঞ্জ সহ আন্তর্জাতিক মঞ্চগুলিতে উত্থাপণ করা উচিত পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় সরকারের।পাকিস্তানের অভ্যন্তরীন ব্যাপারে মোদীর এই হস্তক্ষেপের বিষয়টি সারা বিশ্বকে জানানো উচিত। পাকিস্তান পিপলস পার্টির এক সদস্য ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য শরিফ সরকারের কাছে দাবি জানান। বিরোধী দলনেতা মহমুদূর রশিদ অভিযোগ করেন, মোদীর বক্তব্যে তাঁর অসহিষ্ণুতা এবং অন্য দেশের ব্যাপারে নাক গলানোর মনোভাবেরই প্রতিফলন ঘটেছে। উল্লেখ্য, দেশের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রদত্ত ভাষণে মোদী বলেছিলেন, বালুচিস্তান, গিলগিট-বাল্টিস্তান সহ পাক অধিকৃত কাশ্মীরের মানুষের সমস্যা তুলে ধরার জন্য ওই সব এলাকার লোকজন তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















