এক্সপ্লোর
Advertisement
পানামা পেপার্স: পাক সুপ্রিম কোর্টের রায়ের পর প্রধানমন্ত্রী পদে ইস্তফা শরিফের
ইসলামাবাদ: পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারালেন নওয়াজ শরিফ। পানামা পেপার্স তদন্তে নাম উঠেছিল তাঁর। আজ সে দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি। তাঁর
বিরুদ্ধে রুজু হওয়া মামলা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-র কাছে পাঠাতেও নির্দেশ দিয়েছে পাক সর্বোচ্চ আদালত।
পানামা গেট দুর্নীতি কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারের জন্য সেটি দুর্নীতি দমন আদালতে পাঠিয়েছে শীর্ষ আদালত। সর্বসম্মতির ভিত্তিতে দেওয়া রায়ে আদালত এও নির্দেশ দিয়েছে, শরিফের বিরুদ্ধে একটি মামলা রুজু করতে হবে, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রেফারেন্স পাঠাতে হবে অ্যাকাউন্টেবিলিটি কোর্টে।
৬ সপ্তাহের মধ্যে পাক প্রধানমন্ত্রী বিরুদ্ধে মামলার নিষ্পত্তি করে ফেলতেও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে ৬৭ বছর বয়সি শরিফ সম্পর্কে তীব্র নিন্দাসূচক মত রয়েছে। ৫ বিচারপতির বেঞ্চ বলেছে, পার্লামেন্ট ও বিভিন্ন আদালতের সঙ্গে অসত্ আচরণ করেছেন তিনি, তাই প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত জানুয়ারিতে যে বেঞ্চে এই ঐতিহাসিক মামলার শুনানি হয়, তারাই আজ রায় দিয়েছে। বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি আসিফ সঈফ খোসা, বিচারপতি এজাজ আফজল খান, বিচারপতি গুলজার আহমেদ, বিচারপতি শেখ আজমত সঈদ ও বিচারপতি এজাজুল আহসান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement