এক্সপ্লোর
Advertisement
ভারতে ইহুদীদের গুরুত্ব বোঝাতে ইজরায়েল সফরে গিয়ে কেরলের দুটি প্রাচীণ সামগ্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উপহার মোদীর
জেরুসালেম: মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে ইজরায়েলের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এই সফরকে স্মরণীয় করে রাখতে এবার সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কেরল থেকে নিয়ে আসা দুটি প্রাচীন প্রত্নত্ত্ব সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, ভারতের ইতিহাসে ইহুদী সভ্যতার গুরুত্ব প্রকাশ পেয়েছে ওই দুই সামগ্রীর মাধ্যমে। তাম্র ফলকের দুটো নিদর্শনই নবম থেকে দশম শতকের মধ্যে খোদাই করা হয়েছে।
তামার তৈরি প্রথম ফলকটিতে কোচিন অথবা কোচি শহরে ইহুদীদের গুরুত্ব বোঝানো হয়েছে। প্রথম ফলকটিতে কোচির তত্কালীন হিন্দু রাজা ভাস্কারা রবি বর্মা, সেসময় ইহুদী নেতা জোসেফ রাব্বানকে যে বিশেষ সুবিধা দিয়েছিলেন, সেকথা উল্লেখ করা হয়েছে। পরে ইতিহাসের পাতা উল্টে জানা গিয়েছে, জোসেফ রাব্বানকে শিঙলির যুবরাজের সম্মান দেওয়া হয়। তথ্য অনুযায়ী, ইহুদীদের কাছে ক্র্যাঙ্গানোরের যা গুরুত্ব, সেই গুরুত্বই রয়েছে শিঙলি নামের এই জায়গাটির। শিঙলি বা ক্র্যাঙ্গানোরকে দ্বিতীয় জেরুসালেম বলা হয়, কারণ জেরুসালেমের মতোই জায়গাগুলি পবিত্র।In addition, Prime Minister @narendramodi also presented PM @netanyahu a Torah scroll donated by the Paradesi Jewish community in Kerala. pic.twitter.com/xCDKBL2s3g
— PMO India (@PMOIndia) July 4, 2017
The second set of copper plates is believed to be the earliest documentation of the history of Jewish trade with India. pic.twitter.com/GmWGQPHp1M — PMO India (@PMOIndia) July 4, 2017দ্বিতীয় তামার ফলকটিতে ভারতের সঙ্গে ইহুদীদের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নানা কথা লেখা আছে। কবে শুরু হয়েছিল দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, কেমন ছিল সেই সম্পর্ক, এই নিয়ে বিভিন্ন কথা লেখা আছে। এমনকি স্থানীয় হিন্দু রাজারা সেসময় গির্জাগুলোকে কর সংক্রান্ত কী ধরনের সুবিধা পাইয়ে দিয়েছিল, সেকথাও বলা আছে।
এই দুটি নিদর্শন ছাড়াও, মোদী ইজরায়েলের রাষ্ট্রপ্রধানকে পরদেশী ইহুদী সংগঠনের দেওয়া একটি তোরা স্ক্রল, একটি মুকুট উপহার দিয়েছেন। মুকুটটি সোনায় মোড়া, সঙ্গে ফ্লোরাল ডিজাইন করা আছে। এটা দক্ষিণ ভারতীয় কারুকার্যের এক অসাধারণ নিদর্শন। তোরা স্ক্রলটি একশো বছর আগে হাতে লেখা হয়েছিল। একটি কাঠের বাক্সে রুপোয় মুড়ে তোরাটি দেওয়া হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে।And a metal crown covered in gold sheets in floral ornament style, bearing motifs typical of lamps and decorations of south India. (2/2) pic.twitter.com/KWNXltBYBY
— PMO India (@PMOIndia) July 4, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement