এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানে ভোটের সভায় আত্মঘাতী বিস্ফোরণ, প্রার্থী সহ হত ১৪
পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারে এক নির্বাচনী জনসভায় আত্মঘাতী হামলায় এক রাজনৈতিক নেতা সহ ১৪ জনের মৃত্যু। মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনএম) প্রার্থী হারুন বিলোর। বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন জখম হয়েছে বলে জানা গেছে।
জনসভায় তখন প্রার্থীকে স্বাগত জানাতে দলের সমর্থক ও অনুরাগীরা বাজি পোড়াচ্ছিলেন। সেই সময়ই ভিড়ে মিশে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে আত্মঘাতী হামলাকারী। বিলোর সভাস্থলে আসার পরই সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য মঞ্চের দিকে এগোচ্ছিলেন বিলোর। সেই সময়ই মঞ্চের কাছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
আগামী ২৫ জুলাইয়ের ভোটে পেশোয়ারের পিকে-৭৮ আসনের প্রার্থী ছিলেন এএনপি-র নিহত বিলোর। পেশোয়ারের পুলিশ আধিকারিক কাজি জামিল জানিয়েছেন, আট কিলো টিএনটি বিস্ফোরক ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বম্ব ডিসপোজাস স্কোয়াড জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি সর্দার মহম্মদ রাজা খান। একইসঙ্গে ঘটনাকে নিরাপত্তা বিভাগের দুর্বলতা বলেও উল্লেখ করেছেন তিনি। কমিশনার বলেছেন, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া বানচালের লক্ষ্যে এই বিস্ফোরণ একটা ষড়যন্ত্র। অন্যদিকে, এএনপি নেতা মিলন ইফতিকর হুসেন বলেছেন, দলের প্রার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ সরকার।As many as 14 people including prominent local politician Haroon Bilour, were killed in a suicide bomb attack at an election rally in Pakistan's Peshawar Read @ANI Story | https://t.co/Q4U5eJJ3RA pic.twitter.com/kLzfsfeZY9
— ANI Digital (@ani_digital) July 10, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement