‘অবৈধ, পরিস্থিতির অবনতি হবে’, ৩৭০ ধারার বিলোপ নিয়ে মন্তব্য ইমরানের
ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারার বিলুপ্তিকরণ ‘অবৈধ’, মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।
ইসলামাবাদ: ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারার বিলুপ্তিকরণ ‘অবৈধ’, মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। বিজেপির তরফে যখন এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যা দেওয়া হচ্ছে, তখন আরও একধাপ এগিয়ে ইমরানের বক্তব্য, দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যেকার সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যাবে ভারত সরকারের এই সিদ্ধান্ত।
পাকিস্তানের এক টেলিভশনে ৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে ইমরান খানকে বলতে শোনা যায়, “ভারতের এই সিদ্ধান্ত অবৈধ। রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে। ভারতের সিদ্ধান্ত আগামীতে দুই নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্রের পারষ্পরিক পরিস্থিতির অবনতি ঘটাবে।”
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তখনই ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অবলুপপ্তি নিয়ে মন্তব্য করেন ইমরান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাঁরা কাশ্মীর নিয়ে তাঁদের গভীর পর্যবেক্ষণ রাখছেন এবং পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে এই বিষয়ে কথাও বলবেন। একই সঙ্গে মহাথির মহম্মদ আগামী মাসে রাষ্ট্রপুঞ্জের বৈঠক নিয়েও আশার বাণী শোনান। তিনি নিউইয়র্কে ইমরানের খানের সঙ্গে আলাদা বৈঠকের বিষয়েও আশাবাদী।