Russia-Ukraine Crisis: ইউক্রেনে জারি সংঘর্ষ, নিহত ফক্স নিউজের ক্যামেরাম্যান
Fox News cameraman killed: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর করতে গিয়ে জীবনযুদ্ধেই হার মানলেন ফক্স নিউজের ক্যামেরাম্যান
নয়া দিল্লি: পেশার খাতিরে সমরে নেমেছিলেন ফক্স নিউজের ক্যামেরাম্যান। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর করতে গিয়ে জীবনযুদ্ধেই হার মানলেন ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকঁরজেউস্কি।
এর আগে কিভের (Kyiv) কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের (Fox News) সাংবাদিক বেঞ্জামিন হল ( Benjamin Hall)। তাঁকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফক্স নিউজের বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের কাছে এই মুহূর্তে বিশদ বিবরণ নেই, তবে বেন হাসপাতালে ভর্তি এবং ইউক্রেনের মাটিতে কাজ করা আমাদের টিম পরিস্থিতি অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে।
এদিকে, এরই মধ্যে ফক্স নিউজের ক্যামেরাম্যানের মৃতুর খবরে মুহ্যমান বিশ্বও। ফক্স নিউজ মিডিয়ার সিইও সুজান স্কট জানিয়েছেন, জাকঁরজেউস্কি এবং হলের গাড়িতে হামলা হয় কিভের কাছে। দুজনেই আগুনে জখম হয়েছিলেন। কারা গাড়িতে গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। সংস্থার তরফে বলা হয়েছে, "জাকঁরজেউস্কি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং ক্যামেরাম্যান ছিলেন। আফগানিস্তান, সিরিয়া এবং অন্যান্য যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলিতে ফক্স মিডিয়ার সঙ্গেই কাজ করে গিয়েছিলেন তিনি। সম্প্রতি লন্ডনে ছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় সেই খবর কভার করতে আসেন তিনি।"
ফক্স নিউজ মিডিয়ার সিইও সুজান স্কট বলেন, "আজ ফক্স নিউজ মিডিয়ার জন্য একটি হৃদয়বিদারক দিন। জীবনের ঝুঁকি নেওয়া সমস্ত সাংবাদিকদের জন্য এই খবর মর্মান্তিক।"
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।