Russia Ukraine War: রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত মাস্টারকার্ড এবং ভিসার, ‘বয়েই গেল’, বলল মস্কো
Russia Ukraine War: বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাশিয়া। বিদেশি, নয় স্বদেশি প্রযুক্তি ব্যবহার করে তারা, তাই কাজ চলবে বলে দাবি তাদের।
মস্কো: যুদ্ধে সরাসরি অংশ না নিলেও, রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে তারা। এ বার আক্ষরিক অর্থেই রাশিয়াকে হাতে নয়, ভাতে মারার পথে হাঁটল আমেরিকা। দেশের দুই বৃহত্তম কার্ড মারফত লেনদেন সংস্থা মাস্টারকার্ড এবং ভিসা রাশিয়ায় নিজেদের ব্যবসা গোটানোর ঘোষণা করল। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে তারা।
মাস্টারকার্ডের তরফে বলা হয়, ‘‘এই নজিরবিহীন সংঘাত এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে রাশিয়ায় আমাদের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’’ অবিলম্বেই রাশিয়ায় নিজেদের যাবতীয় পরিষেবা বন্ধ করতে চলেছে বলে জানিয়েছে ভিসা। রাশিয়ায় নিজেদের গ্রাহক এবং সহযোগীদের সঙ্গে মিলেমিশে সব ধরনের লেনদেন পরিষেবা বন্ধ করা হবে বলে জানিয়েছে তারা।
মাস্টারকার্ডের বক্তব্য, ‘‘আমাদের সহকর্মী, গ্রাহক এবং সহযোগীরা যে পরিস্থিতিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা অধিকাংশের ক্ষেত্রেই কল্পনাতীত। তাই এমন সিদ্ধান্ত।’’ রাশিয়ার ব্যাঙ্ক থেকে পাওয়া মাস্টারকার্ড আর সে দেশে কাজ করবে না বলে জানিয়েছে তারা।আবার অন্য দেশ থেকে নেওয়া মাস্টার কার্ড কাজ করবে না রাশিয়াতেও।
যদিও রাশিয়া এই ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার ব্যাঙ্ক থেকে পাওয়া কার্ড চলবে বলে দাবি করেছে তারা। তাদের দাবি, রাশিয়ায় যাবতীয় লেনদেন জাতীয় প্রযুক্তির মাধ্যমে হয়, বিদেশি প্রযুক্তির মাধ্যমে নয়। তবে বিদেশে গেলে সঙ্গে বিকল্প উপায় রাখতে হবে বলে দেশের নাগরিকদের জানিয়েছে তারা।
তবে লেনদেন পরিষেবা বন্ধ করলেও, রাশিয়ায় নিজেদের যে ২০০ কর্মী রয়েছে, তাঁদের সবরকমের সুযোগ-সুবিধা দেওয়া হেব বলে জানিয়েছে মাস্টারকার্ড।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনা অভিযান রবিবার একাদশতম দিনে পা রেখেছে। বিগত কয়েক দিনে একে একে অধিকাংশ তাবড় সংস্থা রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে ইতি টেনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকার প্রযুক্তি সংস্থা ইনটেল, এয়ারবিএনবি এবং এলভিএমএইচ, আর্মেস ও শানেলের মতো সংস্থা।