Russia-Ukraine War LIVE Updates, March 6: সুমিতে শুরু যুদ্ধ, আতঙ্কে আটকে থাকা ভারতীয়রা
Russia-Ukraine War LIVE Updates, March 6: ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে তিনি যুদ্ধে অংশগ্রহণ হিসেবেই দেখবেন বলে জানিয়েছেন পুতিন।
LIVE
Background
কিভ: মানবিক স্বার্থে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করলেও, মাত্র কয়েক ঘণ্টাতেই তা ভেস্তে গিয়েছে। তাই একচুলও পিছু হটবেন না, বরং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। একই সঙ্গে পশ্চিমি দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। জানিয়েছেন, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে তিনি যুদ্ধে অংশগ্রহণ হিসেবেই দেখবেন (Russia-Ukraine War LIVE Updates, March 6)। তাতেই রবিবার একাদশ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
রুশ আক্রমণ ঠেকাতে এর আগে ন্যাটোর (NATO) কাছে দেশের আকাশসীমা বন্ধের আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। কিন্তু তাতে সায় দেয়নি ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলি। তাদের যুক্তি ছিল, আকাশসীমা বন্ধের অর্থ ইউক্রেনের আকাশে রাশিয়ার বিমান দেখলই সহযোগী দেশগুলিকে তা গুলি করে নামাতে হবে। কিন্তু ইউক্রেন যেখানে ন্যাটোর সদস্যই নয়, তাদের জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না কোনও সদস্য দেশ।
ন্যাটোর এই অবস্থান যদিও মনে ধরেনি জেলেনস্কির। তাঁর মতে, এতে হামলা চালিয়ে যেতে রাশিয়াকে একধরনের ছাড়পত্রই দেওয়া হচ্ছে। সে পরিস্থিতিতেই ইউক্রেনের আকাশসীমা বন্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন।
অন্য দিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। বন্দর শহর মারিউপোলে রাতভর বোমাবর্ষণ চলেছে বলে খবর। বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে দাবি কিভের। শহরের মেয়র ভাদিম বয়শেঙ্কো বলেন, ‘‘গোটা শহর অবরুদ্ধ হয়ে রয়েছে। লোকালয়ের উপর লাগাতার বোমাবর্ষণ চলছে। বিমান থেকে বোমা ফেলা হচ্ছে।’’
শনিবার সকালে যুদ্ধবিরতি ঘোষণার পর শিশু, মহিলা এবং প্রবীণ নাগরিকরা দলে দলে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য ভিড় করেছিলেন এলাকায়। মানবিক করিডর গড়ে সকলের বেরনোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিল রাশিয়া। কিন্তু রাতভর বোমাবর্ষণে ওই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বয়শেঙ্কো। যদিও রাশিয়ার দাবি, সকলকে নিরাপদে বার করে নিয়ে যেতেি যুদ্ধবিরতির ঘোষণা করে তারা। কিন্তু ইউক্রেনীয় সেনাই তা লঙ্ঘন করে। তাই পাল্টা আঘাত হানতে বাধ্য হয় তারা।
Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন উত্তর ২৪ পরগনার হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া। দু’জনেই শুনিয়েছেন তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা।
Russia-Ukraine War Live Updates: কাল তৃতীয় দফার আলোচনা রাশিয়া-ইউক্রেনের
কাল তৃতীয় দফার আলোচনা রাশিয়া-ইউক্রেনের। ক্রেমলিনের দাবি মানলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ। তুরস্কের প্রেসিডেন্টকে জানালেন পুতিন। বাইডেনের সঙ্গে কথা জেলেনস্কির।
Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে শুরু যুদ্ধ
এবার ইউক্রেনের সুমিতে শুরু যুদ্ধ। জানালার কাছ থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ। আতঙ্কে আটকে থাকা ভারতীয়রা।
Russia-Ukraine War Live Updates: পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি পুতিনের
নিষেধাজ্ঞা জারি নিয়ে পশ্চিমী দেশগুলিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পুতিন। কোন কোন দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, প্রশাসনকে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়াকে একঘরে করা দেশগুলির তালিকা প্রস্তুত করার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
Russia-Ukraine Conflict Live Updates: চেরনিহিভে রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দাবি ইউক্রেনের
চেরনিহিভে রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দাবি ইউক্রেনের। ১১ দিনে ৪০টি রুশ বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি। ইউক্রেনের সামরিক পরিকাঠামো ধ্বংসের দাবি রাশিয়ার।