Russia-Ukraine war : রুশ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউক্রেনকে অস্ত্র, খাদ্য এবং অর্থ দিয়ে সাহায্য করবে আমেরিকা, জানালেন বাইডেন
Russia-Ukraine war update: ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা। খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াশিংটন: ২০ দিন ধরে রাশিয়ার (Russia-Ukraine war) লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। এরই মধ্যে যুদ্ধের জন্য ইউক্রেনকে সমরাস্ত্র সহ সবরকম সাহায্য করবে বলে জানিয়ে দিল আমেরিকা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইটারে এই কথা জানিয়েছেন। সেইসঙ্গেই তিনি জানান, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা। খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ( Joe Biden) ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জানান, তিনি ইউক্রেনকে "অস্ত্র, খাদ্য এবং অর্থ" দিয়ে সহায়তা প্রদান করবেন । কারণ ২০ দিন ধরে রাশিয়ার লাগাতার আক্রমণকে প্রতিহত করছে কিভ। ইউক্রেনীয়রা যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছেন। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রও "উন্মুক্ত বাহু" প্রসারিত করেছে শরণার্থীদের স্বাগত জানানোর জন্য। বাইডেন জানিয়েছেন, “আমরা নিশ্চিত করব যে ইউক্রেনের কাছে আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতোঅস্ত্র আছে। আমরা ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে অর্থ এবং খাদ্য এবং সাহায্য পাঠাব। আমরা ইউক্রেনীয় শরণার্থীদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাব, " জো বাইডেন টুইট করেছেন।
We will make sure Ukraine has weapons to defend against the invading Russian force.
— President Biden (@POTUS) March 14, 2022
We will send money and food and aid to save Ukrainian lives.
We will welcome Ukrainian refugees with open arms.
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে। তবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে তেলের দাম। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।