Russia-Ukraine War LIVE Updates, March 22: আজ ইউক্রেনে আরও নয়টি করিডোর খোলা হতে পারে
যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষ ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে। তাঁদের যন্ত্রণার সাক্ষী এবিপি আনন্দ।
LIVE
![Russia-Ukraine War LIVE Updates, March 22: আজ ইউক্রেনে আরও নয়টি করিডোর খোলা হতে পারে Russia-Ukraine War LIVE Updates, March 22: আজ ইউক্রেনে আরও নয়টি করিডোর খোলা হতে পারে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/1c0445a3d3327fc6b1dbefbcf41e505e_original.jpg)
Background
বুদাপেস্ট: টানা ২৮ দিন। রাত নেই...দিন নেই...সময়ের ঠিক নেই...। লাগাতার রুশ হামলায় বিধ্বস্ত! একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। কিভের পর নিশানায় ইউক্রেনের মারিউপোল।
শহর ছেড়ে আসা মানুষেরা বলছেন, ১০ মিনিট অন্তর সেখানে চলছে বোমাবর্ষণ। খাবার, জল না পেয়ে অবরুদ্ধ অসংখ্য মানুষ। এদিকে, যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষেরা ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে।
অধিকাংশই প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশে...আত্মীয়ের বাড়িতে। বুদাপেস্টে তাঁদের যন্ত্রণার দিনলিপির সাক্ষী এবিপি আনন্দ। কোথাও যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি...কোথাও যোদ্ধার ছবি! ফুল...মোমবাতিতে শ্রদ্ধা জানাচ্ছেন সেখানকার মানুষ।
দূতাবাসের গায়ে ঝুলছে ব্যানার...তাতে লেখা হেল্প ইউক্রেন আর্মি। যে যেভাবে পারেন, সাহায্য করুন। লাগাতার ২৭ দিন ধরে রুশ সেনাদের পাল্টা জবাব দিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। এই অবস্থায় ইউক্রেনে জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর আশঙ্কা, আমেরিকাতেও বড় ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
ছবির মতো সাজানো-গোছানো শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে । তবু রুশ সেনাদের রুখে দিতে, ঘুরে দাঁড়াতে - হাল ছাড়ছে না ইউক্রেন।
Russia Ukraine War : আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল রাশিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে বার-বার আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর ওপরে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশ। এবার তারই পাল্টা দিল রাশিয়া। আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।
Russia Ukraine War Live: গ্যাস চুক্তি লঙ্ঘন করছে রাশিয়া, এবার তোপ জার্মানির
বন্ধু নয় এমন দেশগুলি থেকে গ্যাস সরবরাহের জন্য কেবল রুবেল গ্রহণ করবে বলেছে রাশিয়া। বুধবার এই বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই পাল্টা বিবৃতি দিল জার্মানি। রুবেলে গ্যাসের মূল্য পরিশোধ চুক্তি লঙ্ঘনের সমান বলে জানিয়েছে জার্মানি ।
Russia Ukraine War : বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে বাদ রাশিয়া
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জের। ফের ক্রীড়াজগতে নিষিদ্ধ করা হল পুতিনের দেশকে। এবার রাশিয়ান ও বেলারুশিয়ানদের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দিল ফেডারেশন।
Russia Ukraine War Live: ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে নতুন বার্তা পুতিনের
বন্ধু নয় এমন দেশগুলি থেকে গ্যাস সরবরাহের জন্য কেবল রুবেল গ্রহণ করবে রাশিয়া। যার মধ্যে সব ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রয়েছে। বুধবার এই বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Russia Ukraine War Live: রেনোঁকে রাশিয়া ছাড়ার ডাক জেলেনেস্কির
ফরাসি পার্লামেন্টে ভিডিয়ো বার্তায় এবার গাড়ি প্রস্তুতকারক কোম্পানি রেনোঁকে রাশিয়া ছাড়ার ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে রাশিয়া ছাড়তে আহ্বান করেছেন সুপারমার্কেট গ্রুপ আউচান ও ডিআইওয়াই রিটেইল লেরয় মার্লিন সহ আরও ফরাসি কোম্পানিগুলিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)