Russia-Ukraine War LIVE Updates, March 7: সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর
Russia-Ukraine War News: রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। নির্বিচার গুলি। লাগাতার বোমাবর্ষণ। মিসাইল হামলায় ধ্বংসস্তূপে বিমানবন্দর, পরমাণু গবেষণা কেন্দ্রে রকেট হামলা, ধুলিসাৎ একের পর এক জনপদ
LIVE
Background
কিভ: ইউরোপের (Europe) সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর এবার ইউক্রেনের (Ukraine) এক জলবিদ্যুৎ কেন্দ্রও কব্জা করে ফেলল রাশিয়া (Russia)। হামলা হয়েছে পরমাণু গবেষণাগারেও। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট (Russian President) জানিয়েছেন, ইউক্রেন লড়াই বন্ধ করলে, রাশিয়া সামরিক অভিযান বন্ধ রাখবে।
রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। নির্বিচার গুলি। লাগাতার বোমাবর্ষণ। মিসাইল হামলায় ধ্বংসস্তূপে বিমানবন্দর, পরমাণু গবেষণা কেন্দ্রে রকেট হামলা, ধুলিসাৎ একের পর এক জনপদ। রক্তক্ষয়ী এই যুদ্ধ চলছে এগারো দিন ধরে। ক্রমশ ধ্বংসের উপত্যকায় পরিণত হচ্ছে সাজানো-গোছানো দেশ ইউক্রেন। জন্মভূমি ছেড়ে পালাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই আবহেও থামছে না রাশিয়ার প্রত্যাঘাত। খারকিভেও গোলাবর্ষণ, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানান হয়েছে। এই পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিলেন্ন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সাফ জানিয়ে দেন যে তিনি কোনওভাবেই রাশিয়াকে ক্ষমা করবেন না।
এদিকে, যুদ্ধ থামাতে ফের একবার ভারতের দ্বারস্থ ইউক্রেন। সাংবাদিক বৈঠকে মোদির কাছে পুতিনকে ফোন করার অনুরোধ জানালেন ইউক্রেনের বিদেশমন্ত্রী। তাঁর অভিযোগ, বিদেশি পড়ুয়াদের বিষয়টি নিয়ে রাশিয়া নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। সুমিতে আটকে পড়া ভারত ও চিনের পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করতে রাশিয়া সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করল ইউক্রেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিসাইল হামলায় মাটিতে আছড়ে পড়ছে একটি হেলিকপ্টার। এরপরই সেটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ইউক্রেন সেনার দাবি, ওটি রুশ সেনার হেলিকপ্টার। তবে কবে, কোথায় এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।
ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে সতর্ক করল রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর, মস্কোর আশঙ্কা, অ্যান্টি-এরিয়াল স্ট্রিঙ্গার মিসাইলের মতো যুদ্ধাস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছতে পারে। যার ফলে ভবিষ্যতে আকাশপথে জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি, ৮ মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিতে চলেছে রুশ বিমান সংস্থা এয়ারোফ্লোট।
Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা
যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা
Russia-Ukraine Conflict Live Updates: ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর
ভারতীয়দের উদ্ধারে পোলটাভা শহরে তৈরি হয়েছে সেফ করিডর
Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম
যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম
Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর
সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর
Russia-Ukraine Conflict Live Updates: তৃতীয় দফায় আলোচনায় বললেন দুদেশের প্রতিনিধিরা
তৃতীয় দফায় আলোচনায় বললেন দুদেশের প্রতিনিধিরা