Russia Ukraine War: গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমানবাহিনী, দাবি রাশিয়ার
Russia Ukraine War: ইউক্রেনের গোটা বিমানবাহিনীকে ধ্বংস করেছে রাশিয়ার সেনা। দাবি রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের।
মস্কো: রাশিয়া ইউক্রেন যুদ্ধ রবিবার পড়ল এগারো দিনে। নানা আন্তর্জাতিক চাপ এবং বারবার আলোচনার পরেও কমছে না যুদ্ধের গতি। ইউক্রেনের একাধিক সামরিক ঘাঁটিতে টানা আক্রমণ চালিয়ে এসেছে রাশিয়ার সেনা। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, ইউক্রেনের সমস্ত যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়ান (russia) সেনাবাহিনী। ইউক্রেনের (ukraine) গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড (airfield) কব্জায় আনা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ (igor konashenkov) দাবি করেন, রাশিয়ার তরফে টানা হামলা চালানো হয়েছে। শুধু শনিবারেই ইউক্রেনের জমিতে থাকা ৬১টি সামরিক পরিকাঠামো ধ্বংস করেছে রাশিয়ার সেনা।
রাশিয়ার বোমারু বিমান এবং যুদ্ধবিমান ইউক্রেনের তিনটি রাডার স্টেশন (radar station) ধ্বংস করেছে রাশিয়া। এর সঙ্গেই S-300 এয়ার ডিফেন্স সিস্টেম (air defence system) ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। ইউক্রেনের একাধিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন দেশ থেকে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘুরপথে রাশিয়াকে (russia) ঠেকানোর জন্য একাধিক আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে রাশিয়ার উপর। সুইফট (swift) ব্যাঙ্কিং সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। আমেরিকা, কানাডা-সহ একাধিক দেশ রাশিয়ার বিমানের জন্য তাদের আকাশসীমা () বন্ধ করেছে। তারপরেও পিছু হঠেননি পুতিন। বরং পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়েছেন ভ্লাদিমির পুতিন (vladimir putin)। প্রতিদিনই বেড়েছে সংঘর্ষের গতি। পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে ভাড়াটে সৈন্য পাঠিয়ে ইউক্রেন পরিস্থিতি আরও জটিল করে তোলার অভিযোগও করেছেন পুতিন। সোমবার ফের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা-বৈঠক হওয়ার কথা। সেখানে কি কোনওরকম সমাধানসূত্র বেরবে? তাকিয়ে গোটা বিশ্ব।