(Source: ECI/ABP News/ABP Majha)
Russia Ukraine War : ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
Russia Ukraine War : যুদ্ধে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের বার করে আনতে তৃতীয় বার যুদ্ধবিরতি।
মস্কো : ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে কিভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। নিরাপদে মানুষকে বের করার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ২ দিন আগে পুতিনকে ফোন করে অনুরোধ জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। তার আগে দু’-দু’বার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।
গত শনিবার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধেই মধ্যস্থতারীকে খুনের অভিযোগ ওঠে।
সকালে যুদ্ধ বিরতি ঘোষণা। দুপুর গড়াতে না গড়াতেই ফের হামলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইউক্রেন। রুশ গোলা বর্ষণের জন্য মারিউপোলে পিছিয়ে যায় উদ্ধারকাজ!
গত কয়েকদিন ধরে আজভ সাগর তীরবর্তী বন্দর শহর মারিউপোল অবরুদ্ধ করে রাখে রাশিয়া। মারিউপোল থেকে ৬৬ কিলোমিটার দূরের ভলনোভাখাও ভৌগলিক কারণে গুরুত্বপূর্ণ। শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় ইউক্রেনের এই দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। দুই শহর থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বেরোনোর জন্য ৭ ঘণ্টা সময় দেওয়া হয়।
একে একে দেশ ছাড়তে শুরু করেন মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দারা। যুদ্ধবিরতির পর মারিউপোলের ২ লক্ষ এবং ভলনোভাখার ১৫ হাজার বাসিন্দাকে সরানোর তোড়জোড় শুরু হয়। কিন্তু, দুই শহরেই মানব করিডরের উপর হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের দাবি, লাগাতার বোমাবর্ষণের জেরে, মারিউপোলে পিছিয়ে যায় উদ্ধারকাজ। যদিও রাশিয়ার পাল্টা দাবি, খারকভ ও সুমিতে সেফ প্যাসেজ করতে দিচ্ছে না ইউক্রেনই। এমনকী মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বিদেশিদের।
রুশ হামলায় তছনছ হতে বসেছে সাজানো গোছানো ইউক্রেন। আর সেখানেই যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে।