Russia-Ukraine War LIVE: ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা
Russia-Ukraine War LIVE UPDATE: আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
LIVE
![Russia-Ukraine War LIVE: ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা Russia-Ukraine War LIVE: ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/e83a92184fb8e0671c39f2dc63f11c8d_original.jpg)
Background
কিভ: যুদ্ধবিরতি নিয়ে সমাধান সূত্র তো বেরোয়ইনি, বরং পরস্পরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেই চলেছে রাশিয়া এবং ইউক্রেন। যুদ্ধের মধ্যে থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে বার করে আনা নিয়ে যখন উদ্বিগ্ন ভারত, সেই সময় রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশই পরস্পরের বিরুদ্ধে ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রাখার অভিযোগ নিয়ে সরব।
ভারতীয় পড়ুয়াদের যাতে নিরাপদে বার করে আনা যায়, তার জন্য দুই দেশকেই অনুরোধ করা হয়েছিল দিল্লির তরফে। কিন্তু রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রেখেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার দাবি করে যে, খারকিভ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করছিল তারা। কিন্তু ইউক্রেন তাঁদের পণবন্দি করে রাখার চেষ্টা করছিল। মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারতীয় পড়ুয়ারা ইউক্খারেন ছেড়ে বেরিয়ে যেতে চাইলেও, তাঁদের একটি বড়ং অংশকে খারকিভে জোর করে আটকে রেখেছিল ইউক্রেন।"
অন্য দিকে ইউক্রেনের দাবি, ভারত, পাকিস্তান, চিন এবং অন্য দেশের পড়ুয়ারা রুশ সেনার আগ্রাসনের মুখে পণবন্দি হয়ে রয়েছেন। উল্লেখ্য, ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে ইউক্রেনের বিরুদ্ধএ ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে রাখার অভিযোগ তোলা হয়।
গত বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন পুতিন। তার পর থেকে লাগাতার যুদ্ধ পরিস্থিতি বজায় রয়েছে দুই দেশের মধ্যে। তা নিয়ে দু'পক্ষ আলোচনায় বসলেও, এখনও পর্যন্ত সমাধান সূত্র বার হয়নি। অমীমাংসিত থেকে গিয়েছে প্রথম দফার বৈঠক। তাই থামেনি গুলি-বোমা বর্ষণও (Russia Ukraine War)। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের টেলিভিশন টাওয়ারই গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। তাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। বিস্ফোরণের পর বেশ খানিক ক্ষণ দেশে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ ছিল।
মধ্য কিভ থেকে কয়েক মাইল দূরে অবস্থিত ওই টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি ইউক্রেন সরকারের। ওই এলাকায় সারি সারি আবাসন রয়েছে। এই নিয়ে রাশিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মস্কোর তরফে আগেই জানানো হয়েছিল যে, ইউক্রেনের গুপ্তচর বিভাগের পরিটাঠামো ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তার জন্য ইউক্রেনবাসীকে নিরাপদে সরে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছিল তারা।
তবে লোকবল এবং সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। আমেরিকা, ন্যাটো, রাষ্ট্রপুঞ্জ এমনকি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েছে তারা। যুদ্ধবিরতির ডাক দিয়েছেন পোপ ফ্রান্সিসও। রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সুইফ্ট পেমেন্ট প্রযুক্তি থেকেও রাশিয়াকে বাদ দিয়েছে তারা।
তবে এখনও পর্যন্ত পিছু হটার কোনও ইঙ্গিত দেননি পুতিন। বরং পূর্ব এবং দক্ষিণ দিক থেকে ইউক্রেনকে ঘিরে রেখেছে তাঁর সেনা। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাকে খেদিয়ে দেওয়া গিয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র। হাতাহাতি যুদ্ধে ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীকে পরাজিত করেছে বলে দাবি তাঁর। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
ইউক্রেনীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে রুশ সেনা ঢুকতে শুরু করার পর থেকে ৩ লক্ষ ৬০ হাজার বেশি নাগরিক ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছেন। পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ।
শুরু থেকেই এই যুদ্ধ পরিস্থিতির জন্য আমেরিকা এবং ন্যাটোকে কাঠগড়ায় তুলেছে রাশিয়া। তারা ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে অনড় থাকাতেই জাতীয় নিরাপত্তার স্বার্থে মস্কোকে সেনা পাঠাতে হয়েছে বলে দাবি পুতিনের। ইউক্রেনের তরফেও গোড়া থেকে পশ্চিমি দেশগুলিকে পরিস্থিতি তাতিয়ে তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। যুদ্ধ বেঁধে যাওয়ার পর তারাই হাত তুলে নিয়েছে , ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ তোলা হয় কিভের তরফে। তবে রবিবার থেকে ফের ইউক্রেনের সমর্থনে একজোট হতে দেখা যাচ্ছে পশ্চিমি দেশগুলিকে।
Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা
ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা। জানাল জি-৭-এর অন্তর্ভুক্ত দেশের বিদেশমন্ত্রীরা।
Russia-Ukraine War Live: রুশ সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ
ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা। রুশ সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।
Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট?
কিভের আরও কাছে রাশিয়ার সেনা বাহিনী। অন্যদিকে, ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়েছেন জেলেনস্কি, এমনই দাবি রাশিয়ার।
Russia-Ukraine War Live: ৮জন রুশ প্রভাবশালীর উপরে আর্থিক নিষেধাজ্ঞা
৮ জন রুশ প্রভাবশালীর উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা
Russia-Ukraine Conflict Live Updates: কিভের আরও কাছে রাশিয়ার সেনা বাহিনী
কিভের আরও কাছে রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনের কিভের কাছে চেরনিহিবে রাশিয়ার হামলা, ৪৭জনের মৃত্যু। জেপরোজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। জেপরোজিয়ায় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিল রাশিয়ার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)