এক্সপ্লোর
Advertisement
লকডাউনের পরোয়া না করে গির্জায় জমায়েত, মার্কিন পাদ্রীর যুক্তি, শয়তান চাইছে সকলকে আলাদা করে দিতে, ঈশ্বরের ইচ্ছাতেই নিয়মভঙ্গ
ইস্টারের আগের রবিবার পবিত্র ‘পাম সানডে’ হিসাবে পালন করে থাকেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। লুইসিয়ানার প্রধান যাজক টোনি স্পেল জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছাতেই তাঁরা নিয়ম ভাঙছেন!
নয়াদিল্লি: চিন নয়, করোনায় এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের নাম আমেরিকা। তিন লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মার্কিন মুলুকে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
আর সেই দেশেই নাকি ‘পাম সানডে’ উপলক্ষ্যে বড়সড় জমায়েত!অন্তত এক হাজার মানুষের! লকডাউনের তোয়াক্কা না করে।
এমনই কাণ্ডের সাক্ষী রইল আমেরিকার লুইসিয়ানার ব্যাটন রুজের একটি গির্জা। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সেখানে পালিত হল ‘পাম সানডে’।
ইস্টারের আগের রবিবার পবিত্র ‘পাম সানডে’ হিসাবে পালন করে থাকেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। লুইসিয়ানার প্রধান যাজক টোনি স্পেল জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছাতেই তাঁরা নিয়ম ভাঙছেন!
অথচ করোনার ভয়াবহ ছবি ধরা পড়েছে লুইসিয়ানায়। শনিবার পর্যন্ত সেখানে মারণ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯। আমেরিকার বেশিরভাগ গির্জাই পাম সানডে উপলক্ষ্যে অনলাইনে প্রার্থনার ব্যবস্থা করেছে। তবে ব্যাটন রুজের ‘সলিড রক’ গির্জার মতোই পাম সানডে-তে খোলা রাখা হয়েছিল মার্কিন মুলুকের বেশ কিছু গির্জা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এরই মধ্যে টেক্সাসের লোন স্টার ব্যাপটিস্ট চার্চের পাদ্রী কেরি বার্টন বলেছেন, ‘শয়তান চাইছে আমরা যাতে সকলে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমাদের একসঙ্গে প্রার্থনা আটকাতে চাইছে। তবে ওকে আমরা জিততে দেব না।’ তিনি এ নিয়ে ফেসবুকেও পোস্ট করেন। যা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে।
আমেরিকায় করোনার ভয়াবহতা নিয়ে শঙ্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শনিবারই তিনি জানিয়েছেন যে, অনেক বাড়তে পারে মৃতের সংখ্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement