এক্সপ্লোর
মহিলাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়
![মহিলাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় Saudi University To Open Driving School For Women মহিলাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/01163035/index.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রিয়াধ: মহিলাদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার তাঁদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে সৌদি আরবের প্রিন্সেস নৌরা বিশ্ববিদ্যালয়। এই মহিলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সলমন মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এই প্রথম প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার সৌদি আরব প্রশাসন জানিয়ে দিয়েছে, রাজ পরিবারের নির্দেশে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে। এতদিন বিশ্বে একমাত্র এই দেশেই মহিলাদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। তবে এখন থেকে সৌদি আরবের মহিলারাও গাড়ি চালাতে পারবেন।
সৌদি রাজ পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বহুজাতিক গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। ২০১৮ সালের জানুয়ারিতে সৌদি আরব সরকার গাড়ির উপর অতিরিক্ত কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগেই মহিলারা গাড়ি চালানোর অনুমতি পাওয়ায় গাড়ি বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)