এক্সপ্লোর
অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন শরিফ
![অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন শরিফ Sharif Discharged From Hospital After Open Heart Surgery অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন শরিফ](https://static.abplive.com/abp_images/441759/photo/nawaz-sharif.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ওপেন হার্ট সার্জারির এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তাঁকে হাসপাতাল থেকে নিতে যান স্ত্রী কুলসুম এবং দুই পুত্র হাসান ও হুসেন। পাক প্রধানমন্ত্রী আপাতত লন্ডনের পার্ক লেনে নিজের বাড়িতে আছেন। তাঁর পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, তিনি এখন ভাল আছেন।
গত সপ্তাহে লন্ডনের একটি হাসপাতালে শরিফের অস্ত্রোপচার হয়। এরপর সোমবার তাঁর কন্যা মরিয়ম ট্যুইট করে জানান, তিনি অনেকটা সুস্থ আছেন। হাসপাতালের করিডরে কিছুক্ষণ হেঁটেছেন, সিঁড়িও ভেঙেছেন। শরিফের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছবিও ট্যুইটারে পোস্ট করেন মরিয়ম। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা অনুমতি দিলেই দেশে ফিরবেন পাক প্রধানমন্ত্রী।
৬৬ বছর বয়সি শরিফ গত ২২ মে মেডিক্যাল চেকআপের জন্য লন্ডনে যান। কিন্তু তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। ২০১১ সালেও তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। পাঁচ বছর পরে ফের এই অস্ত্রোপচার হল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি সহ বিভিন্ন রাষ্ট্রনায়কেরা অস্ত্রোপচারের আগে শরিফকে শুভেচ্ছা জানান। অস্ত্রোপচারের আগে ফোন করে মোদীর সঙ্গে কথাও বলেন শরিফ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)