এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে শিখ্ যুবকের পাগড়ি খুলে মাটিতে, অভিযুক্ত ৬
লাহোর-পাকিস্তানের পঞ্জাব প্রদেশে শিখ্ সম্প্রদায়ের এক যুবকের মাথার থেকে পাগড়ি খুলে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায়, ৬ জনের বিরুদ্ধে ধর্মনিন্দার মামলা দায়ের করা হয়েছে। চিচাওয়ান্তি জেলার পুলিশ কাইজার হায়ত এক পরিবহন সংস্হার ছয় জনের বিরুদ্ধে এই ধর্মনিন্দার মামলা দায়ের করে।
২৯ বছর বয়েসের মহিল্দ্রর পাল জানান যে তিনি বাসে ফয়সলাবাদ থেকে মুলতান যাত্রা করছিলেন। হঠাত্ই মাঝরাস্তায় বাসটি খারাপ হয়ে যায়। ড্রাইভার অনেক চেষ্টায় বাসটিকে ঠিক করে আবার চালানোর প্রয়াস নেন, কিন্তু স্পিড অনেক কম থাকায়, বাসটি চিচাওয়ান্তি টার্মিনালে পৌঁছাতে সময় লেগে যায় পাঁচ ঘন্টা। টার্মিনালে পৌছাবার সাথে সাথেই যাত্রীরা পরিবহন সংস্হার কর্মীদের কাছে অন্য গাড়ীর চেয়ে ডিমান্ড করেন। ঘটনার জেরে দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এমন সময় হঠাৎ -ই রশিদ গুজার নামে এক ব্যাক্তি মাথা থাকে তার পাগড়ি টেনে মাটিতে খুলে ফেলে দেয়। পাগড়ি হল শিখ্ ধর্মের একটি পবিত্র ধর্মীয় পোষাক।তাই পাগড়ি মাটিতে ফেলে দেওয়া মানে শিখ্ ধর্মেরই অপমান করা।
মহিল্দ্রর পাল দায়ের করা অভিযোগের ভিত্তিতে রশিদ গুজার সহ, পাঁচ জনের বিরুদ্ধে পাকিস্তান প্যানল কোডের, ধারা ২৯৫, ৫০৬ ও ১৪৮ –এ মামলা দায়ের করা হয়। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্রীর কাছে মহিল্দ্রর পাল আবেদন জানিয়েছেন যে তিনি যেন এই ঘটনার যোগ্য বিচার পান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement