এক্সপ্লোর
এঁটে বসা জিনস, বিশাল ব্যাগ মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, বলছে গবেষণা

লন্ডন: স্কিনি জিনস ভাল লাগে? বেজায় পছন্দ ইয়াব্বড় ব্যাগ আর হাই হিল? সাবধান। গবেষণা বলছে, কপালে দুঃখ আছে। ব্রিটিশ কায়রোপ্র্যাকটিক অ্যাসোসিয়েশনের গবেষকরা জানাচ্ছেন, স্কিন টাইট জিনস শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তা হাঁটু সহ নানা অঙ্গের স্বাধীন নড়াচড়ায় বাধা দেয়। তাদের সমীক্ষা, ৭৩ শতাংশ মহিলার পিঠের ব্যথার মূল কারণ হল তাঁদের জামাকাপড়। এঁদের মধ্যে ২৮ শতাংশ মাত্র জানেন, পোশাকের কারণেই তাঁদের শারীরিক সমস্যা হচ্ছে। আবার ৩৩ শতাংশ পোশাকের এই ক্ষতিকর প্রভাবের বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না। পাশাপাশি হাই হিল জুতোও অত্যন্ত ক্ষতিকারক বলে গবেষকরা জানিয়েছেন। অন্তত ২০ শতাংশ মহিলা হাই হিল পছন্দ করেন। কিন্তু গোড়ালির সঙ্গে এ ধরনের জুতোর কোনও সম্পর্ক না থাকায় পা ও পিঠের নীচের দিকে ব্যথা হওয়া অবশ্যম্ভাবী। ১০ শতাংশ মহিলা ভারী ভারী গয়না ভালবাসেন, গলায় পরেন আঁটো নেকলেস। এর ফলে তাঁদের ঘাড়ে চাপ বাড়তে থাকে, অঙ্গবিন্যাসের পক্ষে তা রীতিমত ক্ষতিকর। এমনকী ক্ষতি করতে পারে বেশি বড় ব্যাগও। শরীরের একদিকে ওই ব্যাগ ঝোলায় সেদিকে চাপ বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। অথচ মুশকিল হল, মহিলারা এই সব ফ্যাশনের সবথেকে বড় শিকার হলেও তাঁরা বেশিরভাগই এ ব্যাপারে অজ্ঞ বলে গবেষকরা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















