এক্সপ্লোর
Advertisement
দেখুন রুদ্ধশ্বাস ভিডিও: একটি গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনার কবল থেকে রক্ষা দম্পতি ও সন্তানের!
সন্তানকে নিয়ে একটি ব্যস্ত রাস্তার মোড় পেরোচ্ছেন এক দম্পতি। কিন্তু আচমকা যেন মৃত্যুদূত ধেয়ে আসছিল তাঁদের দিকে। শেষপর্যন্ত অদ্ভূতভাবে রক্ষা পেলেন তাঁরা। আরিজোনার ফোয়েনিক্সে গত মঙ্গবালের এই ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে।
আরিজোনা: স্ট্রোলারে সন্তানকে নিয়ে একটি ব্যস্ত রাস্তার মোড় পেরোচ্ছেন এক দম্পতি। কিন্তু আচমকা যেন মৃত্যুদূত ধেয়ে আসছিল তাঁদের দিকে। শেষপর্যন্ত অদ্ভূতভাবে রক্ষা পেলেন তাঁরা। আরিজোনার ফোয়েনিক্সে গত মঙ্গলবারের এই ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে। ফুটেজে দেখা গিয়েছে, ওই দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে যখন মোড় পেরোচ্ছিলেন, তখন লাল সিগনাল উপেক্ষা করে তীব্র গতিতে ধেয়ে আসছিল একটি জিপ। নিমেষের মধ্যে অন্য একটি গাড়ি ওই জিপকে ধাক্কা মারে। ফলে জিপটি দিক বদলে থমকে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পথচারী দম্পতি ও তাঁদের সন্তান।
ফোয়েনিক্স পুলিশ বিভাগ তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনার ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করে। যে গাড়িটি ওই জিপকে ধাক্কা দেয়, সেই শেভ্রোলে ক্রুজ চালকের প্রশংসা করে পুলিশ বলেছে ‘দেবদূত’।
১৩ সেকেন্ডের এই রুদ্ধশ্বাস ভিডিওতে যে জিপটি দেখা গিয়েছে, সেটি মত্ত অবস্থায় চালাচ্ছিলেন এরনেস্টো ওটানেজ ওভেসো নামে এক ব্যক্তি। সিগন্যাল উপেক্ষা করেই তীব্র গতিতে ওই দম্পতি ও তাঁদের সন্তানের দিকে ছুছে আসছিল জিপটি। কিন্তু তাঁদের ধাক্কা মারার ঠিক আগের মুহুর্তে শেভ্রোলে ক্রুজ ঘটনাস্থলে আসে এবং জিপটির ধারে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনার জেরেই প্রাণ বেঁচে গেল ওই পরিবারের।
পুলিশ জানিয়েছে, জিপের ২৮ বছরের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
একেবারে সঠিক সময়ে ওই জিপটির পথ আটকে দেওয়া গাড়ির ২৭ বছরের চালকের পরিচয়ও জানিয়েছে পুলিশ। তাঁর নাম শ্যানন ভিভার। ঘটনা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, আমরা যে সবাই এরপরও বেঁচে রয়েছে, সেজন্য আমি খুব খুশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement