এক্সপ্লোর
সুইস ব্যাঙ্কের তথ্য প্রকাশ করার উদ্যোগ, মার্চ থেকে মোট ২৫ জন ভারতীয়কে নোটিস
গত ২১ মে ১১ জন ভারতীয়কে নোটিস পাঠানো হয়েছে। দু’জন ভারতীয়র নামও প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি ও বার্ন: সুইস ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের তথ্য আর গোপন থাকছে না। ব্যাঙ্কগুলির গ্রাহকদের গোপন তথ্য প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সুইৎজারল্যান্ড সরকার। মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ২৫ জন ভারতীয়কে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের তথ্য ভারত সরকারকে জানানোর বিরুদ্ধে শেষবার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। সেই আবেদন গৃহীত না হলে সব তথ্য পেয়ে যাবে ভারত।
সুইৎজারল্যান্ড সরকারের আয়কর বিভাগ ইতিমধ্যেই বিভিন্ন দেশকে একাধিক ব্যাঙ্কের গ্রাহকদের বিষয়ে তথ্য দিয়েছে। তবে সবচেয়ে বেশি তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয়দের ক্ষেত্রে। গত ২১ মে ১১ জন ভারতীয়কে নোটিস পাঠানো হয়েছে। দু’জন ভারতীয়র নামও প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন কৃষ্ণ ভগবান রামচন্দ (১৯৪৯ সালের মে মাসে জন্ম) এবং কল্পেশ হর্ষদ কিনারিওয়ালা (১৯৭২ সালের সেপ্টেম্বরে জন্ম)। এছাড়া এই দুই ভারতীয়র বিষয়ে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া বেশ কয়েকজন ভারতীয়র নামের অদ্যাক্ষর প্রকাশ করা হয়েছে।
ভারত সরকার বেশ কিছুদিন ধরেই সুইৎজারল্যান্ড থেকে কালো টাকা উদ্ধারের চেষ্টা করছে। আরও কয়েকটি দেশ এ বিষয়ে সুইৎজারল্যান্ডের উপর চাপ সৃষ্টি করছে। সেই চাপের কাছে নতিস্বীকার করেই এবার ব্যাঙ্কগুলির গ্রাহকদের বিষয়ে তথ্য প্রকাশ করছে সুইস সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
